School Fees: মার্চ থেকে আগের মতোই বেসরকারি স্কুলে পুরো বেতন, জানাল হাইকোর্ট
High Court On School Fees: নির্দেশে জানানো হয়েছে, ‘করোনা কালে বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ দিতে হবে। তবে বকেয়া না দিলে ২৫ মার্চ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।
কলকাতা: মার্চ থেকে আগের মতোই স্কুলে (Private School) দিতে হবে পুরো বেতন (School Fees) । ৮০ শতাংশ নয়, বেসরকারি স্কুলে দিতে হবে পুরো ফি। স্কুলের ফি নিয়ে মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Culcutta High Court)। নির্দেশে জানানো হয়েছে, ‘করোনা কালে বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ দিতে হবে। তবে বকেয়া না দিলে ২৫ মার্চ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। ২৫ মার্চ হবে মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, করোনা অতিমারী পর্বে স্কুল বন্ধ ছিল। অভিভাবকদের অভিযোগ ছিল, স্কুল বন্ধ থাকলেও অন্যান্য ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আদালত জানিয়েছিল, ৮০ শতাংশ টিউশন ফি দিতে হবে। এরমধ্য়ে স্কুলের দরজা ফের পড়ুয়াদের জন্য খুলে গিয়েছে। ফলে মামলাটি ফের ওঠে হাইকোর্ট। সেই মামলাতেই আদালত এই নির্দেশ দিয়েছে।
এর আগে গত বছর হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছিল, বেসরকারি স্কুলের বেতন নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, কোন পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। একইসঙ্গে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে প্রতিটি ছাত্রছাত্রীকে।
লকডাউন পর্বে বন্ধ থাকা স্কুলের ফি কমানোর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অভিভাবকদের একাংশ। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয় সেই মামলার। মামলার শুনানিতে হাইকোর্ট অভিভাবকদের কাছে স্পষ্ট করে দিয়েছে, দুই কিস্তিতে বকেয়া বেতন মেটাতে পারবেন অভিভাবকরা। টিউশন ফির ৮০ শতাংশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
দীর্ঘ ২ বছর পর করোনা বিধি মেনে স্কুলে ফিরেছে কচিকাঁচারা। করোনা বিধি মেনে প্রার্থনার পর পুরনো অভ্যেসে ক্লাসে ফিরল ছোটোরা। এতদিন পর স্কুলে ফিরে খুশি পড়ুয়ারা। টানা ২ বছর বাড়িতে একঘেঁয়ে অনলাইন ক্লাস, কেউ কেউ আবার প্রথম এল স্কুলে। বাচ্চারা স্কুলে ফেরায় খুশি মা-বাবাও। প্রথমে অষ্টম থেকে দ্বাদশ ও স্কুল-কলেজ খোলার অনুমতি দেওয়া হয়। এরপর রাজ্যে রাজ্য খুলেছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল