Kolkata: সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা, মৃত্যু পথচারী বৃদ্ধার, আহত ডেলিভারি বয়
Road accident: সল্টলেকে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় মৃত্যু হল পথচারী এক বৃদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুর্ঘটনায় গুরুতর জখম এক ডেলিভারি বয়।
সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিৎ সাউ, কলকাতা: গতকাল কলকাতার জোড়া দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সল্টলেকের এসএ ব্লকে ফের পথ দুর্ঘটনার শিকার হলেন এক বৃদ্ধা। দুর্ঘটনায় গুরুতর আহত এক ডেলিভারি বয়।
আজ দুপুর তখন একটা। বিকট শব্দ শুনে লোকজন দেখেন, স্কুটার ও বৃদ্ধাকে ধাক্কা মেরে গাড়িটি ফুটপাতে উঠে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুপুরে সল্টলেকের এসএ ব্লকে গাড়ি চালানো শিখছিলেন স্থানীয় এক মহিলা। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্কুটারকে ধাক্কা দেয়। এরপরই পথচলতি এক বৃদ্ধাকে সজোরে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় গাড়িটি। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর, প্রথমে যে স্কুটারটিকে গাড়িটি ধাক্কা দেয়, তার চালক পেশায় ডেলিভারি বয় ওই ব্যক্তিকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়ির চালক সল্টলেকের এএইচ ব্লকের বাসিন্দা মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর পূর্ব থানা।
গতকাল রাতেই জোড়া দুর্ঘটনায় প্রাণ গিয়েছে কলকাতায়। এর রেশ কাটতে না কাটতে আজ সকালে হাওড়ার সালকিয়া ও আমতায় পরপর দুটি পথ দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় আমতার খেজুরতলা। ভাঙচুর, মৃতদেহ নিয়ে বিক্ষোভ, বাদ যায়নি কিছুই।
আজ সকাল ৯টা নাগাদ আমতার খেজুরতলায় এক সাইকেল আরোহীকে পিষে দেয় একটি ডাম্পার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিলন হাইট নামে আমতার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি বাজার করে সাইকেলে ফিরছিলেন। সেই সময়ই ডাম্পারটি ধাক্কা মারে তাঁকে। ঘাতক গাড়িটি প্রায় ৫০ মিটার ঘষটে নিয়ে যায় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরেই উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে। মৃতদেহ আটকে রেখে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভ-অবরোধে স্তব্ধ হয়ে যায় উলুবেড়িয়া-আমতা রোডের যান চলাচল। এলাকার ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণের আশ্বাসে শেষপর্যন্ত শান্ত হন বিক্ষোভকারীরা।
পুলিশ সূত্রে খবর, আমতার ১০ নং পোল এলাকা থেকে ঘাতক ডাম্পারের চালককে গ্রেফতার করেছে আমতা থানা। আটক করা হয়েছে ডাম্পারটিও।
অন্যদিকে, এই ঘটনার ঘণ্টা দুয়েক আগে সালকিয়ার বাঁধাঘাট মোড়ের কাছে বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এক পথচারীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালকিয়ার তিলখানার বাসিন্দা অমর পাণ্ডে নামে বছর বাহান্নর ওই ব্যক্তির। গোটা ঘটনা রাস্তার মোড়ে লাগানো সিসি ক্যামেরায় বন্দি হয়।
পুলিশ সূত্রে খবর, এই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত গাড়ি চালক পুনিত গুপ্তকে চিহ্নিত করে মালিপাঁচঘড়া থানা। হাওড়ার ঘুসুড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটিও।