Kolkata Accident: সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে সরকারি বাস
শিয়ালদা থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথে, মহাকরণের কাছে বাঁক নেওয়ার সময় বিবাদী বাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে S-3A রুটের সরকারি বাসটি।
কলকাতা: সাতসকালে ডালহৌসিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাস। বেপরোয়া বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি> গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। তাঁদের SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাতসকালে দুর্ঘটনা শহরে: সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। শিয়ালদা থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথে, মহাকরণের কাছে বাঁক নেওয়ার সময় বিবাদী বাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে S-3A রুটের সরকারি বাসটি। দুর্ঘটনার পরেই বাস ফেলে চালক পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াভাবে ছুটছিল বাসটি। সম্ভবত সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারান।
গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে শহরে। শ্যুটিং সেরে ফেরার পথে, বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হ/ ছোট পর্দার অভিনেত্রীর। টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। গতকাল রাতে অ্যাপ-বাইকে চড়ে সোদপুরের বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া লরি বাইকের পিছনে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যাওয়ায় অভিনেত্রীকে পিষে দিয়ে চলে যায় লরি। হেলমেট গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। আহত অ্যাপ-বাইক চালককে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক লরির চালককে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ।
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কায় আগরপাড়ার তেঁতুলতলা মোড়ে মৃত্যু হ/ ৩ বাইক আরোহীর। ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার সময়, বিটি রোডের ওপর উল্টোদিক থেকে আসা পিক আপ ভ্যানে ধাক্কা মারে বেপরোয়া বাইক। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃৃৃত্যু হয় ৩ বাইক আরোহীর। নিউটাউনে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ২ জন চালক। ভোর ৫টা নাগাদ অ্যাক্সিস মলের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতিতে যাচ্ছিল BMW। উল্টোদিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর, ট্রাফিক সিগনাল বুথেও ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি। দুটি গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নিউটাউন থানার পুলিশ। ট্রাফিক সিগনাল বুথটিও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: Dream Meaning: আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?