Kolkata Death : বাঁশদ্রোনীতে নিখোঁজ ব্যক্তির রহস্যমৃত্যু, খুন, আত্মহত্যা না কি দুর্ঘটনা, উত্তর খুঁজছে পুলিশ
West Bengal News : মৃতের ভাইয়ের কথায়, না দাদা ভুগছিলেন ডিপ্রেসনে না ছিল কোনও শত্রু।

হিন্দোল দে, কলকাতা : বাঁশদ্রোনীতে নিখোঁজ ব্যক্তির রহস্যমৃত্যুতে (Mysterious Death) ছড়াল চাঞ্চল্য। সোমবার সন্ধে থেকে নিখোঁজ থাকার পর বুধবার সাতসকালে মৃতদেহ উদ্ধার হয় বাড়ি পাশের পুকুরে। খুন, আত্মহত্যা না কি দুর্ঘটনা, উত্তর খুঁজছে পুলিশ (Police)।
সোম সন্ধে থেকে নিখোঁজ
সোমবার সন্ধে থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বাঁশদ্রোনী থানায় দায়ের হয়েছিল নিখোঁজ ডায়েরি। বুধবার, সেই ব্যক্তিরই মৃতদেহ ভাসতে দেখা গেল বাড়ির পাশের পুকুরে। বাঁশদ্রোনী থানা এলাকার সত্যজিৎ পার্ক এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, মৃত বছর ৪০-এর বাবলু চৌধুরী পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। পরিবারের দাবি, সোমবার সন্ধেয় বাড়ির কাছেই লাইট লাগানোর কাজ করছিলেন তিনি। যার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
উত্তর খুঁজছে পুলিশ
মৃতের ভাইয়ের কথায়, লাইট লাগানোর কাজ করছিল। কীভাবে হল বুঝতে পারছি না। পাশাপাশি দাদার মৃত্যুতে ভেঙে পড়া ভাই জানাচ্ছেন, কোনও শত্রু ছিল বলে জানিনা। ডিপ্রেসন ছিল না। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কি না জানি না। সবমিলিয়ে রহস্যমৃত্যুর পিছনে কি খুন, আত্মহত্যা না কি নিছকই দুর্ঘটনা? উত্তর খুঁজছে পুলিশ।
এদিকে, মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু (BJP Leader Death)। সোমবার থেকে নিখোঁজ থাকার পর গতকাল উদ্ধার হয় রক্তাক্ত দেহ। নিহত বিজেপির বুথ সভাপতির নাম ভানু মণ্ডল। তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির (BJP)। অভিযোগ অস্বীকার শাসকদলের (Trinamool Congress)।
সোমবার দুপুরে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। নিখোঁজ হওয়ার একদিন পর দুপুরে বাড়ির কাছেই উদ্ধার হয় বিজেপি নেতার মৃতদেহ। মুর্শিদাবাদে বিজেপি নেতার রহস্যমৃত্যু। নিহত ভানু মণ্ডল রেজিনগরের বাসিন্দা।বিজেপি নেতার পরিবারের অভিযোগ, সোমবার দুপুরের পর নিখোঁজ হয়ে যান ভানু।বহুবার ফোন করা হলেও সেটি বেজে যায় দাবি।মঙ্গলবার দুপুরে বাড়ির কাছে জলাজমির পাশ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ভানুকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতের আত্মীয় শিশুপদ মণ্ডল বলেন, “পরশু দুপুর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। ফোন বেজে যাচ্ছিল। কাল দুপুরে বাড়ির কাছেই জলাজমির পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে। শ্বাসরোধ করে কেউ খুন করেছে মনে হচ্ছে।’’
আরও পড়ুন- গ্রাম থেকে উদ্ধার বিপুল অস্ত্র, বারুদের স্তূপে বীরভূম?






















