Viral News: 'এটা গাড়ি, OYO নয়, মাঝে দূরত্ব রাখুন', যুগলদের উদ্দেশে সতর্কবার্তা কলকাতার অ্যাপ ক্যাবেও
Not OYO Warning: কী কলকাতা, কী বেঙ্গালুরু, অসন্তোষ উঠে আসছে অহরহ।

কলকাতা: লকডাউনের পর চাহিদা বাড়লেও, যুগলদের নিয়ে তিতিবিরক্ত হয়ে পড়েছেন অ্যাপ ক্যাব চালকেরা। কী কলকাতা, কী বেঙ্গালুরু, অসন্তোষ উঠে আসছে অহরহ। অভিযোগ, চারচাকার গাড়িকে OYO মনে করছেন কপোত-কপোতীরা। পিছনের আসনে বসেন যা কাণ্ডকারখানা করছেন, তাতে গাড়ি চালাতে অস্বস্তি হচ্ছে। স্টিয়ারিং হাতে নিয়ে বসে থাকার চেয়ে তাই বিহিত করতে নেমে পড়েছেন অ্যাপ ক্যাব চালকরা। মুখে কিছু না বললেও, কড়কে দিচ্ছেন অন্য উপায়ে। নেট দুনিয়ায় আপাতত সেটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কলকাতা শহরেই যুগলদের নিয়ে তিতিবিরক্ত হয়ে পড়েছেন অ্যাপ ক্যাব চালকদের অনেকে। তাই গাড়িতে ওঠার নিয়ম-কানুন লিখে ঝুলিয়ে দিয়েছেন এমন ভাবে, যাতে গাড়িতে ওঠামাত্রই যাত্রীর চোখে পড়ে। ছিঁড়ে ফেলে দিতে না পারেন কেউ, তার জন্য কম্পিউটারে বড় বড় হরফে লেখা টাইপ করে, তা ল্যামিনেটও করিয়েছেন এক অ্যাপ ক্যাব চালক। সামনের আসন থেকে এমন ভাবে বেঁধে ঝুলিয়ে দিয়েছেন, যাতে পিছনের আসনে বসা যাত্রীর চোখের সামনে সেটি ঝোলে।
লিখিত ওই সতর্কবার্তার ভাষাও অভিনব, পড়লে অস্বস্তিতে না পড়ে উপায় নেই। কোনও রকম ভণিতা না করে স্পষ্ট ভাষায় লেখা, 'গাড়ির মালিক বলছি। অবিবাহিত ছেলেমেয়েদের অনুরোধ, গাড়ির মধ্যে যৌনাচার থেকে বিরত থাকুন। এটা গাড়ি, OYO রুম নয়'। শুধু তাই নয়, যুগলদের বিরত রাখতে গাড়িতে সিসি ক্যামেরাও বসিয়েছেন ওই অ্যাপ ক্যাব চালক। তাঁর বক্তব্য, 'সিসিটিভির নজরদারিতে রয়েছেন। আরাম করে বসুন এবং দূরত্ব বজায় রাখুন। যাত্রা শুভ হোক'।
यह कहीं भी कुछ भी हरकतें करने वाले बेशर्म लोगोें के लिए आइना है कि कैब चालक को अपनी कार में सवारियों की अश्लील हरकतों से परेशान होकर इस प्रकार का नोटिस चस्पा करना पड़ा कि यह आपका प्राइवेट प्लेस या OYO का कमरा नहीं है, कृपया दूरी बनाकर बैठें और रोमांस न करें. #social #society #oyo… pic.twitter.com/qnWsNLxmdK
— Nitin Sabrangi (@NitinSabrangi) October 21, 2024
ওই অ্যাপ ক্যাব চালকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, "বাধ্য হয়ে ওই সতর্কবার্তা লিখে ঝোলাতে হয়েছে। গাড়িতে উঠে ছেলেমেয়েরা এমন আচরণ করে যে অস্বস্তিতে পড়তে হয়। গাড়ি চালাতে গিয়ে এ কেমন বিপত্তি!" জাহির জানিয়েছেন, বারণ করেও লাভ হয়নি। তাই এমন পন্থা নিয়েছেন তিনি। গাড়িতে ক্যামেরা বসানো নিয়ে যাত্রীদের গোঁসা সহ্য করতে হলেও, যুগলরা ঘনিষ্ঠ হওয়ার সাহস পায় না বলে জানিয়েছেন ওই অ্যাপ ক্যাব চালক। আবার বিপত্তিতেও পড়তে হয় মাঝেমধ্যে। ক্যামেরা থাকায় ভাড়া না মিটিয়ে নেমে যাওয়ার হুঁশিয়ারিও পান।
সম্প্রতি বেঙ্গালুরু থেকেও এমনই ঘটনা সামনে এসেছে। গাড়িতে সতর্কবার্তা ঝুলতে দেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জনৈক যাত্রী, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেখানেও বার্তা প্রায় একই, 'সতর্কবার্তা! নো রোম্যান্স। এটা ক্যাব। আপনার ব্যক্তিগত পরিসর নয়, OYO রুমও নয়। দূরত্ব বজায় রাখুন এবং শান্ত রাখুন নিজেকে'।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। দেশের আরও অনেক শহরেও অ্যাপ ক্যাব চালকরা এমন সতর্কবার্তা লিখে গাড়িতে ঝুলিয়েছেন বলে সামনে এসেছে। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। টাকা খরচ করে গাড়িতে যাচ্ছেন যখন, কেন একটু নিজেদের মতো থাকতে পারবেন না, সওয়াল করেছেন কেউ কেউ। শহরের বুকে প্রেম করার জায়গা যে কমেছে, সেই নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। আবার কেউ কেউ অ্যাপ ক্যাব চালকদের সমর্থনেও মুখ খুলেছেন। তাঁদের মতে, চোখের সামনে অল্পবয়সি ছেলেমেয়েদের ঘনিষ্ঠ হতে দেখা সত্যিই অস্বস্তিকর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
