আন্দামানের সেনা ক্যান্টিনে দুর্নীতি কলকাতার কেটারিং-এর, ঘুষ নিয়ে প্রতারণার অভিযোগ ২ সেনাকর্মীর বিরুদ্ধে
অভিযোগ, আন্দামানের সেনা ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হলেও এক সেনা আধিকারিক ও কর্মী চোখ বুজে ছিলেন। কলকাতার এক কেটারিং সংস্থার বরাত নিয়েছিল আন্দামানের সেনা ক্যান্টিনে খাবার সরবরাহের।
![আন্দামানের সেনা ক্যান্টিনে দুর্নীতি কলকাতার কেটারিং-এর, ঘুষ নিয়ে প্রতারণার অভিযোগ ২ সেনাকর্মীর বিরুদ্ধে Kolkata catering Corruption allegation in Andaman army canteen , two army accused আন্দামানের সেনা ক্যান্টিনে দুর্নীতি কলকাতার কেটারিং-এর, ঘুষ নিয়ে প্রতারণার অভিযোগ ২ সেনাকর্মীর বিরুদ্ধে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/16/4937cbd59b5c1d1b5ca2f19ef28aab99_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, কলকাতা: আন্দামানের (Andaman) পোর্ট ব্লেয়ারে (Port Blair) সেনা ক্যান্টিনে দুর্নীতির অভিযোগে নাম জড়াল কলকাতার (Kolkata) কেটারিং সংস্থার। অভিযোগ, আন্দামানের সেনা ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হলেও এক সেনা আধিকারিক ও কর্মী চোখ বুজে ছিলেন। কলকাতার এক কেটারিং সংস্থার বরাত নিয়েছিল আন্দামানের সেনা ক্যান্টিনে খাবার সরবরাহের।
সংস্থার থেকে ঘুষ অভিযুক্ত সেনা আধিকারিক ও কর্মীর: অভিযোগ, কলকাতার (Kolkata) সংস্থার থেকে ঘুষ নিয়ে অভিযুক্ত সেনা আধিকারিক ও কর্মী নিম্নমানের খাবার সরবরাহ নিয়ে কোনও আপত্তি তোলেননি। ২০১৮ সালে এ নিয়ে মামলা দায়ের হয়। তদন্ত চালাচ্ছে সিবিআই। সম্প্রতি সিবিআই-কে ওই দুই সেনা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defense)।
আরও পড়ুন: West Medinipur: হঠাৎ প্রবল ঝড়, দাঁতনের ২টি গ্রামে ভাঙল ১৮টি বাড়ি
খাবারে ভেজাল: যাঁদের হাতে দেশরক্ষার দায়িত্ব। তাঁদেরই খাবারে ভেজাল ! আর সেই ভেজালকাণ্ডে কিনা জড়িত সেনারই আধিকারিক। সুদূর আন্দামানের পোর্ট ব্লেয়ারে সেনা ক্যান্টিনে দুর্নীতির অভিযোগ! আর তাতে নাম জড়াল কলকাতার কেটারিং সংস্থার ।
দিল্লিতে FIR দায়ের: ঘটনায়, প্রতিরক্ষামন্ত্রকের (Ministry of Defense) অনুমতি নিয়ে, দিল্লিতে (Delhi) FIR দায়ের করল CBI। CB সূত্রে খবর, আন্দামানের সেনা ক্যান্টিনে খাবার সরবরাহের দায়িত্বে ছিল কলকাতার একটি সংস্থা । অভিযোগ, ক্যান্টিনে নিম্নমানের মশলা, খাবার পরিবেশন করত এই সংস্থা । আর ঘুষ নিয়ে পুরো কর্মকাণ্ড করিয়েছিলেন কলকাতার এক সেনা আধিকারিক ও এক সেনা কর্মী ।
২০১৮ সালে, অভিযোগ প্রকাশ্যে আসে। মামলা দায়ের হয়। তদন্তে নেমে, কলকাতার সেনা আধিকারিক, লেফটিন্যান্ট কর্নেল অভিজিত্ চন্দ্র ও মিস্টর রাউথ নামে এক সেনা কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করে CBI।
CBI সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি পদের অপব্যবহার, ঘুষ, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)