আন্দামানের সেনা ক্যান্টিনে দুর্নীতি কলকাতার কেটারিং-এর, ঘুষ নিয়ে প্রতারণার অভিযোগ ২ সেনাকর্মীর বিরুদ্ধে
অভিযোগ, আন্দামানের সেনা ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হলেও এক সেনা আধিকারিক ও কর্মী চোখ বুজে ছিলেন। কলকাতার এক কেটারিং সংস্থার বরাত নিয়েছিল আন্দামানের সেনা ক্যান্টিনে খাবার সরবরাহের।
প্রকাশ সিনহা, কলকাতা: আন্দামানের (Andaman) পোর্ট ব্লেয়ারে (Port Blair) সেনা ক্যান্টিনে দুর্নীতির অভিযোগে নাম জড়াল কলকাতার (Kolkata) কেটারিং সংস্থার। অভিযোগ, আন্দামানের সেনা ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হলেও এক সেনা আধিকারিক ও কর্মী চোখ বুজে ছিলেন। কলকাতার এক কেটারিং সংস্থার বরাত নিয়েছিল আন্দামানের সেনা ক্যান্টিনে খাবার সরবরাহের।
সংস্থার থেকে ঘুষ অভিযুক্ত সেনা আধিকারিক ও কর্মীর: অভিযোগ, কলকাতার (Kolkata) সংস্থার থেকে ঘুষ নিয়ে অভিযুক্ত সেনা আধিকারিক ও কর্মী নিম্নমানের খাবার সরবরাহ নিয়ে কোনও আপত্তি তোলেননি। ২০১৮ সালে এ নিয়ে মামলা দায়ের হয়। তদন্ত চালাচ্ছে সিবিআই। সম্প্রতি সিবিআই-কে ওই দুই সেনা কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defense)।
আরও পড়ুন: West Medinipur: হঠাৎ প্রবল ঝড়, দাঁতনের ২টি গ্রামে ভাঙল ১৮টি বাড়ি
খাবারে ভেজাল: যাঁদের হাতে দেশরক্ষার দায়িত্ব। তাঁদেরই খাবারে ভেজাল ! আর সেই ভেজালকাণ্ডে কিনা জড়িত সেনারই আধিকারিক। সুদূর আন্দামানের পোর্ট ব্লেয়ারে সেনা ক্যান্টিনে দুর্নীতির অভিযোগ! আর তাতে নাম জড়াল কলকাতার কেটারিং সংস্থার ।
দিল্লিতে FIR দায়ের: ঘটনায়, প্রতিরক্ষামন্ত্রকের (Ministry of Defense) অনুমতি নিয়ে, দিল্লিতে (Delhi) FIR দায়ের করল CBI। CB সূত্রে খবর, আন্দামানের সেনা ক্যান্টিনে খাবার সরবরাহের দায়িত্বে ছিল কলকাতার একটি সংস্থা । অভিযোগ, ক্যান্টিনে নিম্নমানের মশলা, খাবার পরিবেশন করত এই সংস্থা । আর ঘুষ নিয়ে পুরো কর্মকাণ্ড করিয়েছিলেন কলকাতার এক সেনা আধিকারিক ও এক সেনা কর্মী ।
২০১৮ সালে, অভিযোগ প্রকাশ্যে আসে। মামলা দায়ের হয়। তদন্তে নেমে, কলকাতার সেনা আধিকারিক, লেফটিন্যান্ট কর্নেল অভিজিত্ চন্দ্র ও মিস্টর রাউথ নামে এক সেনা কর্মীর বিরুদ্ধে FIR দায়ের করে CBI।
CBI সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি পদের অপব্যবহার, ঘুষ, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।