Kolkata Crime News : তরুণীকে এলোপাথাড়ি কোপ প্রেমিকের, উদ্ধার করলেন প্রাক্তন স্বামী
Kolkata Crime News : আক্রান্ত তরুণীর প্রাক্তন স্বামীর মোবাইল ফোনে তোলা ছবির ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে । গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ।
হিন্দোল দে, কলকাতা : সাতসকালে কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। বাড়িতে এসে তরুণীকে এলোপাথাড়ি কোপ মারল প্রেমিক। আর সেই বিপদ থেকে উদ্ধার করলেন সেই তরুণীর প্রাক্তন স্বামী।
সকাল ৬টা নাগাদ গলফ গ্রিনের রিজেন্ট কলোনিতে এই ঘটনা ঘটে। তরুণীকে এলোপাথারি কোপ মারতে দেখে এগিয়ে আসেন তাঁর প্রাক্তন স্বামী। তিনিই প্রাক্তন স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। আক্রান্ত তরুণীর প্রাক্তন স্বামীর মোবাইল ফোনে তোলা ছবির ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, তরুণীর বিবাহ বিচ্ছেদের পর অভিজিৎ সরকার ওরফে রোহনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। প্রাক্তন স্বামীর দাবি, শনিবার সকালে কাজে যাওয়ার সময় তরুণীকে কোপাতে দেখে তিনি ছুটে যান। তাঁকে দেখা মাত্র চম্পট দেয় প্রেমিক। পরে অভিযুক্তকে পাকড়াও করা হয়। কী কারণে হামলা, খতিয়ে দেখছে গলফ গ্রিন থানার পুলিশ। বাসিন্দাদের দাবি, এলাকায় হামেশাই এদের মধ্য়ে অশান্তি হয়। পুলিশ সূত্রে খবর, এদিন মোবাইল ফোনের চার্জার নিয়ে গন্ডগোল শুরু হয়। তবে, নেপথ্য়ে আর কোনও কারণ রয়েছে কিনা, কী কারণে হামলা, খতিয়ে দেখছে গলফ গ্রিন থানার পুলিশ।
আরও পড়ুন :
'দুই তিন রাত হস্টেল আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে', ছাত্রদের মুখে সেই দিনগুলোর ভয়াবহতা
শনিবার একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। হুগলির চুঁচুড়ায় এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রেমিকার বাড়ির পিছনে গাছ উদ্ধার করা হয়েছে প্রেমিকের ঝুলন্ত দেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন মৃতর স্ত্রী। ঘটনায় একজনকে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ।
মৃতের নাম শেখ হায়দর। অভিযুক্তের বাড়ির সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখায় । অভিযোগ, স্থানীয় এক মহিলার সঙ্গে হায়দরের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। প্রায় ২৫ দিন এলাকাছাড়া ছিল ওই যুগল। দিনদুয়েক আগে মহিলাকে ফিরিয়ে আনেন তাঁর স্বামী। নিখোঁজ ছিলেন হায়দর। শনিবার সকালে প্রেমিকার বাড়ির পিছনে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। খুনের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত প্রেমিকার স্বামী। এই ঘটনার পর থেকেই থমথমে এলাকা।
আরও পড়ুন: রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ও বই উপহার, বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা কুণাল ঘোষের