Kunal Ghosh: রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ও বই উপহার, বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা কুণাল ঘোষের
Buddhadeb Bhattacharya Update: এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেন কুণাল ঘোষ।
কলকাতা: দ্রুত আরোগ্য কামনা করে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) উপহার পাঠালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। উপহার স্বরূপ রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম এবং তার সঙ্গে কুণালের লেখা রাধা কৃষ্ণ এবং রানী সাহেবা নামের দুটি বই পাঠিয়েছেন তিনি। পাঠিয়েছেন লাল গোলাপের তোড়া। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য উপহারগুলি গ্রহণ করেছেন এবং দুজনের তরফে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যক্তিগত সৌজন্য থাকবে। রাজনীতির লড়াইও চলবে। এই তো জীবন। pic.twitter.com/KwU4rjNHDV
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2023
বুদ্ধদেব ভট্টাচার্যকে উপহার পাঠালেন কুণাল ঘোষ: এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেন কুণাল ঘোষ। বলেছিলেন, যারা আদিখ্য়েতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন তার সঙ্গে একমত নই। তা নিয়ে দলের অন্দরে-বাইরে বিতর্কের ঝড় উঠলেও, নিজের মন্তব্যে অনড় ছিলেন কুণাল ঘোষ। এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে উপহার পাঠানোর কথা নিজেই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। "সাংবাদিক কুণালকে তিনি কোনওদিন খালি হাতে ফেরাননি। কুণাল তা ভুলবে না। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এরকমই থাকবে। আবার রাজনীতির ক্ষেত্রে তাঁর এবং তাঁর সময়ের সমালোচনা করি এবং করব। দিন দশেকের মধ্যেই এমন একটি সমালোচনামূলক লেখাও প্রকাশিত হবে। খোলা মন আর যুক্তিতে চললে সমস্যা হওয়া উচিত নয়।''
ফুসফুসে সংক্রমণ নিয়ে দিনকয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রোগসজ্জায় থাকাকালীনই কুণাল ঘোষের এক বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লিখেছিলেন, "বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন। কিন্তু দয়া করে আদিখ্য়েতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না।'' শুধু তাই নয়, আরও একধাপ সুর চড়িয়ে তিনি বলেছিলেন, "প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করব। কিন্তু আমরা প্রতি পদক্ষেপে মনে করিয়ে দেব জমানায় বাংলায় সন্ত্রাসের রাজত্ব চলেছিল। বাংলাকে বধ্যভূমিতে পরিণত করেছিল। কয়েক প্রজন্ম ইংরেজি শিখতে পারেনি। অথচ ইংরেজি মাধ্যম স্কুলে সিপিএম নেতাদের ছেলেমেয়েরা পড়েছে। কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন করেছিল। বাংলা তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে গেল। ছেলেদের রক্তমাখা ভাত ছেলেদের খাওয়ানো হয়েছিল। নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই, বানতলা জ্যোতি বসু, বুদ্ধদেবের জমানায় সন্ত্রাস, কৃষিজমি দখল সিপিএম করে গিয়েছে। বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে।''
আরও পড়ুন: North 24 Parganas: কে হবেন উপপ্রধান? পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রাজারহাটে তুমুল উত্তেজনা