(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Fire : উল্টোডাঙায় বিধ্বংসী আগুনে আশ্রয়হীন পরিবারগুলির আপাতত ঠিকানা কলকাতা পুরসভার একটি মুক্তমঞ্চে
Kolkata Fire Accident : কীভাবে আগুন লাগল? অসাবধানতা? শর্টসার্কিট? নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে দমকল।
অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : অগ্নিকাণ্ডে (Kolkata Fire) সব হারিয়েও অবশেষে মিলল আশ্রয়। উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডের একটি বাড়িতে অষ্টমীর রাতে বিধ্বংসী আগুনের জেরে আশ্রয়হীন হয়ে পড়েছেন ভিনরাজ্যের ১৪ টি পরিবার। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। আপাতভাবে আশ্রয় মিলেছে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) একটি মুক্তমঞ্চে।
শ্রেষ্ঠ উৎসবের আনন্দের মধ্যে আচমকা ছন্দপতন। অষ্টমীর রাতে যখন আলো ঝলমলে কলকাতায় জনস্রোত। ঠিক তখনই আচমকা আগুন লাগে উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডের একটি বাড়িতে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় গোটা বাড়ি। বহু দূর থেকে শোনা যায় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। শারদোৎসবের বাংলায় যখন আনন্দের ঘনঘটা। ঠিক সেই সময় আশ্রয়হীন হয়ে পড়ল ১৪ টি ভিনরাজ্যের পরিবার। সৌভাগ্যবশত, ভয়াবহ অগ্নিকাণ্ডে অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
কীভাবে আগুন লাগল ? অসাবধানতা ? শর্টসার্কিট ? নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ ? খতিয়ে দেখছে দমকল। আপাতত কলকাতা পুরসভার স্থানীয় একটি মুক্তমঞ্চে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ক্যানাল ইস্ট রোডের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে দীর্ঘদিন ধরে বাস করতেন বিহারের বেশ কয়েকজন বাসিন্দা। অষ্টমীর আগুনে পুড়ে খাক হয়ে গেল তাঁদের যাবতীয় সম্বল। ১০টি ইঞ্জিনের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার রাতেই সহায় সম্বলহীনদের পাশে দাঁড়ান কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর চেয়ারম্যান। কলকাতা পুরসভার বরো ৩-এর চেয়ারম্যান অনিন্দ্য রাউত বলেছেন, 'ক্ষতিগ্রস্তদের জন্য জামাকাপড়ের ব্যবস্থা থেকে নিরামিষ খাবারেরও আয়োজন করা হয়েছে।'
প্রসঙ্গত, গত অগাস্ট মাসে গভীর রাতে উল্টোডাঙার ধানকল এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল কাগজের গুদাম। রাত সোয়া ১টা নাগাদ ওই কাগজের গুদামে আগুন লেগেছিল। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় যারপরেই। দ্রুত দমকলের ১০টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের। গুদাম থেকে বেশ কয়েকজন শ্রমিককে আগেই উদ্ধার করেছিলেন স্থানীয়রা। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান করা হয়েছিল সেবার।
আরও পড়ুন- নবমীতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, উৎসবমুখর বাংলায় নিম্নচাপের জেরে প্রবল ঝড়-বৃষ্টি ?