G-20 Summit in Kolkata: প্রথম জি-২০ সম্মেলন, রবিতেই শহরে পা রাখছেন দেশ-বিদেশের অতিথিরা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
Kolkata News: চলতি বছরের জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। আর প্রথম বারই এই সম্মেলনের আসর বসছে কলকাতায়।
রুমা পাল, কলকাতা: প্রথম বার জি-২০ বৈঠক (G-20 Summit in Kolkata) অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। সোম, মঙ্গল ও বুধবার - এই ৩ দিন ধরে চলবে G-20 বৈঠক। সম্মেলনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
সম্মেলনে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
চলতি বছরে প্রথম বার জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। আর প্রথম বারই এই সম্মেলনের আসর বসছে কলকাতায় (Kolkata News)। তাই দেশ-বিদেশের অতিথি-অভ্যাগতদের স্বাগত জানাতে তৈরি হচ্ছে তিলোত্তমা। তার জন্য সাজ সাজ রব পড়ে গিয়েছে।
কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলন হতে চলেছে। তার জন্য নতুন রংয়ের প্রলেপ পড়ছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের গায়ে। দেওয়ালে আঁকা হচ্ছে ছবি।
নবান্ন সূত্রের খবর, আগামী সোম, মঙ্গল এবং বুধবার, এই তিন দিন ধরে কলকাতায় জি-২০ সম্মেলন চলবে। সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সম্মেলনে যোগ দিতে ৮ জানুয়ারি থেকে কলকাতায় অতিথি আগমন শুরু হবে। কলকাতার একটি অভিজাত হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: Bratya Basu: ‘বিরোধীরা আসন পাক আমরাও চাই, মানুষ না দিলে কী করব’! মন্তব্য ব্রাত্যর
এর মধ্যে ১০ এবং ১১ জানুয়ারি জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে বাইপাসের ধারে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে। সূত্রের খবর, ৩ দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ডিজিটাল ফিনান্সিয়াল সিস্টেম। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ের উপদেষ্টা চঞ্চল সরকার বলেন, "জি-২০ সম্মেলনে অনেক গ্রুপ রয়েছে। একটি ফিনান্সিয়াল, আর্থিক সংযুক্তিকরণ, প্রান্তিক মানুষকে যাতে এর অন্তর্ভুক্ত করা যায়।"
সূত্রের খবর, জি-২০ সম্মেলনে সদস্য় দেশগুলি ছাড়াও, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, নাবার্ড, এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতো তাবড় বৈশ্বিক সংস্থার প্রতিনিধিরাও যোগ দেবেন। তা জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কলকাতার বুকে। বিশ্ব বাংলা কনভেশন সেন্টার থেকে ইএম বাইপাসের গোটা রাস্তায় রং-তুলির ছোঁয়া পড়ছে। ফুটিয়ে তোলা হচ্ছে বাংলার সংস্কৃতি।
নবান্ন সূত্রের খবর, সোমবার প্রথম দিনের বৈঠকের পর অতিথি-অভ্যাগতদের জন্য গঙ্গা বক্ষে ক্রুজে নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার নিউটাউনের পালকুটিরে নৈশভোজের পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ জানুয়ারি, বুধবার, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরানো হবে অতিথিদের। সঙ্গে থাকবে স্ট্রিট ফুড উপভোগ করার সুযোগ।
জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা দেশ-বিদেশের অতিথিদের সামনে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি। গঙ্গায় ভ্রমণের সময়, তুলে ধরা হবে নদীর দুই তীরের ইতিহাস। এ ছাড়াও অতিথিদের সামনে রায়বেশে, ছৌ, কুকরি নৃত্য পরিবেশনা করা হবে। বিশিষ্ট তবলা বাদক তন্ময় বসুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও আয়োজন করা হয়েছে।
জি-২০ সম্মেলনে যোগ দিতে আসা দেশ-বিদেশের অতিথিদের সামনে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি
এর আগে, গত ৫ ডিসেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপর কলকাতা থেকেও জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই সময় থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি।