Kolkata Arms Recovery : হাই-এন্ড পিস্তল,ম্যাগাজিন,গুলি...বিপুল অস্ত্র নিয়ে কলকাতার রাস্তায় ঘোরাঘুরি, পুলিশের জালে ৩
শহরের ২টি জায়গা থেকে অস্ত্র সমেত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন মুড়ি-মুড়কির মতো এত অস্ত্র আসছে কোথা থেকে?

কলকাতা : পহেলগাঁও হামলার পর থেকেই দেশ জুড়ে আরও সতর্ক পুলিশ ও প্রশাসন। দিকে দিকে চলছে তল্লাশি। সবদিকে কড়া নজর পুলিশ প্রশাসনের। এরই মধ্যে কলকাতা শহরের একেবারে প্রাণ কেন্দ্র থেকে গ্রেফতার অস্ত্র সমেত তিন ব্যক্তিকে। শহরের ২টি জায়গা থেকে অস্ত্র সমেত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন মুড়ি-মুড়কির মতো এত অস্ত্র আসছে কোথা থেকে?
কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার ৩
মঙ্গলবার রাতে প্রথমে এজেসি বোস রোড উড়ালপুল থেকে হেস্টিংস থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের নাম সাদ্দাম হুসেন । সে নেপালি নামেও পরিচিত। তার কাছ থেকে উদ্ধার হয় একটি 7 MM পিস্তল ও ম্যাগাজিন। ধৃত দুষ্কৃতী আনন্দপুর থানা এলাকার চৌবাগার বাসিন্দা। কী উদ্দেশে অস্ত্র জোগাড় করেছিল সে, কার কাছে থেকেই বা অস্ত্র আমদানী করেছিল, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে, এদিন তপসিয়া এলাকা থেকেও অস্ত্র সমেত ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে তপসিয়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি ওয়ান শটার এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তপসিয়ায় ধৃত ব্যক্তিদের নাম মহম্মদ ফায়েম ওরফে ফাহিম এবং মহম্মদ ফৈয়াজ আনন্দপুরের বাসিন্দা। কী উদ্দেশ্যে অস্ত্র নিয়ে এরা ঘোরাফেরা করছিল, খতিয়ে দেখছে পুলিশ।
মুর্শিদাবাদেও অস্ত্র উদ্ধার
অন্যদিকে, মুর্শিদাবাদ থেকেও অস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। বিপুল আগ্নেয়াস্ত্র সহ হাবলু শেখ নামের এক ব্যক্তিকে বুধবার সকালে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা । তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ৭ টি ৭ এমএম পিস্তল, ১৩ টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত হাবলু সেখ বিহারের মুঙ্গের থেকে জলঙ্গীতে এই অস্ত্র কোন ব্যক্তিকে সবরাহের জন্য নিয়ে আসছিল । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হাবলু সেখ একটি মোটরবাইকে করে আসছিল । ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া নওদা রেলগেটের কাছে তাঁকে আটক করা হয়। তখনই তাঁর কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজতে চেয়ে কোর্টে পাঠানো হচ্ছে।
আরও অস্ত্র উদ্ধার
গত ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে ২৫২ রাউন্ড কার্তুজ ও দু'টি সেমি-অটোমেটিক পিস্তল উদ্ধার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বসিরহাটে আগ্নেয়াস্ত্রের ডিল হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সিশোনা দাসপাড়ায় অভিযান চালিয়ে দীপ্তজিৎ সেন ও কাজল মুখোপাধ্যায় নামে দু'জনকে পাকড়াও করে STF। তাদের জিজ্ঞাসাবাদ করে কার্তুজের পাহাড়ের খোঁজ মেলে। এরপরেই ছোট জিরাকপুর এলাকায় দীপ্তজিৎ সেনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ধৃতের উপস্থিতিতে প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়।























