Kolkata News: বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় পাটুলিতে দম্পতিকে 'মারধর'
Kolkata:ইঁট মেরে দরজার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে মূল অভিযুক্তকে।
হিন্দোল দে, কলকাতা: খাস কলকাতার বুকে দুষ্কৃতী তাণ্ডব। বাড়ির সামনে মদের আসর বসানোর অভিযোগ। তা নিয়ে প্রতিবাদ করায় পাটুলিতে দম্পতিকে মারধরের এবং খুনের হুমকির অভিযোগ উঠেছে।
কী অভিযোগ:
মদের আসর বসানোর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে। ইঁট মেরে দরজার কাচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে মূল অভিযুক্তকে। দম্পতির অভিযোগ, গতকাল বাড়ির সামনে বসে মদ্যপান করছিল অভিযুক্তরা। সেখানে কয়েকজন ব্যক্তি গালিগালাজ ও অভব্য আচরণ করছিলেন বলে অভিযোগ। সেই সময় তার প্রতিবাদ করেন গৃহকর্তা। তখনই অভিযুক্তরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ। আক্রান্তের স্ত্রী প্রতিবাদ করলে তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। অভিযোগ করা এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয় বলে দাবি। পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মালদাতেও 'হামলা'
কালীপুজোর মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ করায়, আক্রান্ত দম্পতি।গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার পশ্চিম রুকুন্দিপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত দম্পতি বাড়ির পাশেই কালীপুজো করেন। অভিযোগ, গতকাল মণ্ডপ ভাঙচুর করে একদল মত্ত দুষ্কৃতী। বাধা দেওয়ায় দম্পতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত দম্পতি হাসপাতালে ভর্তি। ৭ জনের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।
সোনারপুরেও এক ঘটনা:
বাইকের সঙ্গে ধাক্কা লাগায়, গাড়ির আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটে সোনারপুরের সুভাষগ্রাম এলাকায়। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি তরোয়াল। পুলিশ সূত্রে খবর, এন্টালি থেকে বাইকে চড়ে চম্পাহাটিতে বাজি কিনতে এসেছিল দুই যুবক। দম্পতির গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগায়, শুরু হয় বচসা। অভিযোগ, স্বামীকে মারধরের পর, তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবকরা। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে পাল্টা মারধর করে বলে অভিযোগ। আহত এক অভিযুক্ত হাসপাতালে চিকিত্সাধীন। সোনারপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।
আগেও এমন ঘটনা:
পুকুর ভরাটের বিরোধিতা করায় দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। মালদার গাজোলের মনানিপুর এলাকার ঘটনা। অভিযোগ, ওই দম্পতির বাড়ি লাগোয়া পুকুরের একাংশ মাটি ফেলে ভরাট করছে মাফিয়া। প্রতিবাদ করায়, কিছুদিন আগে বাড়িতে চড়াও হয়ে দম্পতিকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মালদার জেলাশাসক ও গাজোল থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের নির্দেশ জেলাশাসকের।
আরও পড়ুন: অযোধ্যায় দীপোৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী, মোদির উপস্থিতিতেই ১৫ লক্ষ প্রদীপ প্রজ্বলন