Kolkata News: রক্তদানের নামে ১০ হাজার টাকা দাবি, না দিতেই বেধড়ক মার স্বর্ণ ব্যবসায়ীকে
Kolkata Crime: দাবি মতো টাকা না দিতে পারায়, বেধড়ক মার মুচিপাড়ার স্বর্ণ ব্যবসায়ীকে।
কলকাতা: না এবার পুজোর পরে নতুন করে সোনার দোকানে ডাকাতির ঘটনা নয়, তবে যা হল, তাকেও হার মানাল। এবার রক্তদান শিবিরের নামে ১০ হাজার টাকা দাবি করা হয় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে। এদিকে দাবি মতো টাকা না দিতে পারায়, বেধড়ক মার মুচিপাড়ার স্বর্ণ ব্যবসায়ীকে (Business Man)।
শেষ অবধি পাওয়া খবরে, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের। নবমীর রাতে বাড়ি ফেরার পথে হামলা, এখনও অধরা দুষ্কৃতীরা। তবে চলতি বছরে স্বর্ণ ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে একের পর এক ডাকাতির ঘটনায়। সোনার দোকানে একের পর এক চুরি ঘটনায় ইতিমধ্যেই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে রাজ্যের। তার কারণ এখন আর শুধুই চুরিতে আটকে নেই। সোনার দোকানে ইতিমধ্যেই হামলা চালিয়ে পরপর শ্যুটআউটের ঘটনাও ঘটেছে। কিছুদিন আগে ভুগতে হয়েছে কোচবিহারের তুফানগঞ্জের আরও এক স্বর্ণ ব্যবসায়ীকে।
তুফানগঞ্জ ১ নং ব্লকের ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ছাটারামপুর বাজার এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে, তাপস বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে রাতের অন্ধকারে শাটার ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।সকালে পাশের দোকানদার সুকুমল বিশ্বাস দোকানে এসে দেখতে পান সোনার দোকানের শাটার ভাঙা। তড়িঘড়ি দোকানের মালিকে খবর দেন। খবর চাউর হতেই দোকানের সামনে ভিড় জমে যায় দোকানের সামনে। দোকানের মালিক জানান, নগদ ৫০ হাজার টাকা-সহ লক্ষাধিক টাকার সোনা রুপো নিয়ে গেছে চোরের দল। ঘটনা স্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন, 'প্রতিশোধ নিতেই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার', শুভেন্দুকে নিশানায় রেখে কুণাল বলেন..
'সোনার দোকানে ডাকাতি', প্রায়শই এই তিনটি শব্দ খবরের শিরোনামে উঠে আসছে। এখানেই শেষ নয়, এই ডাকাতির কারণে অতীতে 'খুন'ও হতে হয়েছে সোনার দোকানের মালিককে। প্রশ্ন একটাই 'নিরাপত্তা' কোথায় ? কার্যতই ঘুম উড়েছে রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীদের। আর এই প্রশ্নের মাঝেই একইদিনে রাজ্যের দুটি জেলা রানাঘাট ও পুরুলিয়ায় ২টি সোনার দোকানে পরপর ডাকাতি ঘটনা ঘটেছে। সিসিটিভি-র সেই ভয়াবহ ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। স্বর্ণ ব্যবসায়ীদের বর্তমান নিরাপত্তার চেহারাটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে ? পরপর ডাকাতির ঘটনা ফের চোখে আঙুল দেখিয়ে দিয়েছে।