Kolkata Loot News: এখনও অধরা দুষ্কৃতীরা, আতঙ্কে সেন্ট্রাল অ্যাভনিউয়ের বাড়ি ছাড়লেন অসুস্থ বৃদ্ধা
Kolkata News: পুলিশের নাকের ডগায় লুঠপাঠ চালাচ্ছে দুষ্কৃতীরা। দিনে দিনে দুঃসাহসী হয়ে উঠেছে তারা। আর উল্টোদিকে ঠিক ততটাই আতঙ্কে-উদ্বেগে আরও কুঁকড়ে যাচ্ছে অসহায় সাধারণ মানুষ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: খাস কলকাতায় এক সপ্তাহের মধ্যে পরপর তিন জায়গায় লুঠের ঘটনা ঘটে গেছে। সেন্ট্রাল অ্য়াভিনিউয়ে ঘটনাস্থল থেকে থানা ৫০০ মিটার দূরে। যে ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। এই অবস্থায় সেন্ট্রাল অ্য়াভিনিউয়ে আক্রান্ত বৃদ্ধাকে বাড়ি থেকে নিয়ে চলে যেতে বাধ্য় হলেন তাঁর মেয়ে।
পুলিশের নাকের ডগায় লুঠপাঠ চালাচ্ছে দুষ্কৃতীরা। দিনে দিনে দুঃসাহসী হয়ে উঠেছে তারা। আর উল্টোদিকে ঠিক ততটাই আতঙ্কে-উদ্বেগে আরও কুঁকড়ে যাচ্ছে অসহায় সাধারণ মানুষ।
কারণ, সব ক্ষেত্রেই দুষ্কৃতীরা অধরা। পরিস্থিতি এমন পর্য়ায়ে পৌঁছেছে যে সেন্ট্রাল অ্য়াভিনিউয়ে আক্রান্ত বৃদ্ধাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যেতে বাধ্য় হলেন তাঁর মেয়ে। সেন্ট্রাল অ্য়াভিনিউয়ের এই বাড়িতে একাই থাকতেন, বছর ৬৫-র, মধুমিতা মিত্র। ২ মেয়ে বেঙ্গালুরুতে থাকেন। বাড়িতে লোক বলতে, সর্বক্ষণের জন্য় একজন পরিচারিকা আর, এক কেয়ারটেকার। বাড়ির কাছেই থানা। এই ভরসাতেই বৃদ্ধা মাকে একা রেখে ভিনরাজ্যে গিয়েছিলেন দুই মেয়ে। কিন্তু বুধবারের লুঠপাঠ সেই ভরসা টলিয়ে দিয়েছে। মা-কে আর কিছুতেই একা ছাড়তে রাজি নন তাঁরা। অসুস্থ শরীরেই বৃদ্ধা মা-কে আত্মীয়র বাড়িতে পাঠাতে বাধ্য হলেন মেয়ে। রোগগ্রস্ত বৃদ্ধাকে শয্য়াশায়ী অবস্থায় নিজের বাড়ি ত্য়াগ করতে হল। কবে ধরা পড়বে অভিযুক্তরা? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: Maha Kumbh 2025: "মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন...ক্ষমা চান" শুভেন্দুর নিশানায় মমতা






















