Chingrighata Metro News: চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট, নভেম্বরে কয়েকদিন ট্রাফিক ব্লক করে কাজের সিদ্ধান্ত
Kolkata Metro Orange Line: অরেঞ্জ লাইনে এখনও পুরোপুরি হয়নি সিগন্যাল গ্রিন। নিউ গড়িয়া থেকে মেট্রো চলছে বেলেঘাটা পর্যন্ত।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে কাটল জট । কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ মেট্রো ভবনে দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পরে কাটল জট। এমনই খবর সূত্রের। রাজ্য প্রশাসন, পুলিশ, কলকাতা পুরসভা এবং বিধাননগর কমিশনারেট এবং RVNL-এর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে শুক্র, শনি ও রবিবার ট্রাফিক ব্লক করে করা হবে মধ্যরাতে। ১৩ সেপ্টেম্বর এই কাজের ট্রায়াল সম্পন্ন করা হবে।
অরেঞ্জ লাইনে এখনও পুরোপুরি হয়নি সিগন্যাল গ্রিন। নিউ গড়িয়া থেকে মেট্রো চলছে বেলেঘাটা পর্যন্ত। এয়ারপোর্ট অবধি এই রুটে মাত্র ৩৬৬ মিটার এলাকায় কাজ আটকে আছে চিংড়িঘাটায়। যা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। গত বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে মামলার শুনানি হয়। মেট্রোর জট কাটাতে আদালত নির্দেশ দেয়, আলোচনায় বসতে হবে রাজ্য সরকার এবং মেট্রো কর্তৃপক্ষকে। ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মেট্রো ভবনে আলোচনায় বসবে দুই পক্ষ। রাজ্যের তরফে থাকবেন ৫ জন প্রতিনিধি। পরিবহণ দফতর, ট্রাফিক বিভাগ, কলকাতা পুরসভা, KMDA-এর একজন করে প্রতিনিধি এবং নগরোন্নয়ন দফতরের একজন আধিকারিক থাকবেন এই আলোচনায়। অন্যদিকে থাকবেন, RVNL এবং মেট্রো কর্তৃপক্ষর আধিকারিকরা।
বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন, আদালতের আশা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে এবং বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখে এই আলোচনা হবে।
চিংড়িঘাটা অংশের কাজ শেষ হচ্ছে না বলে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন পুরোপুরি চালু করা যায়নি। গত ২২ অগাস্ট এই রুটে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশের মেট্রো চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চিংড়িঘাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর ফাইভ হয়ে নিউটাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমান বন্দর।
প্রসঙ্গত, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে (Kolkata Metro Orange Line) কার্যত গলার কাঁটা হয়ে রয়েছে চিংড়িঘাটা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত, এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। তার মধ্য়ে ৯ দশমিক ৮ কিলোমিটারে মেট্রো চালু হয়েছে গত মাসে। বাধ সেধেছে এই চিংড়িঘাটায় ৩৬৬ মিটার। যেখানে ফলে, পিলারের ওপর গার্ডার এখনও বসানো যায়নি।






















