West Bengal Landbank: রাজ্যের শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত, অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি
Kolkata: সরকারের ল্যান্ড ব্যাঙ্ক নিয়ে রাজ্যপালের অনুমোদন দিলেই বিজ্ঞপ্তি। বুধবার শিল্পের জন্য জমি নিয়ে নবান্নে হল শিল্পপতিদের বৈঠক।

Kolkata: সরকারের ল্যান্ড ব্যাঙ্ক নিয়ে রাজ্যপালের অনুমোদন দিলেই বিজ্ঞপ্তি। বুধবার শিল্পের জন্য জমি নিয়ে নবান্নে হল শিল্পপতিদের বৈঠক। রাজ্যের শিল্পের জন্য ৮ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে। নবান্নে তেমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
রাজ্য সরকার ল্যান্ড ব্যাঙ্কের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সরকার। এখানে 'ডেডিকেটেড ইকোনমিক করিডর' করছে রাজ্য। এবার থেকে 'প্যারাস্টেটাল ল্যান্ড'গুলিকে 'ফ্রি হোল্ড' করা যাবে। সেই ক্ষেত্রে এবার থেকে 'ফ্রি হোল্ড ল্যান্ডে'র বিষয়ে একটি পোর্টাল তৈরি করা হয়ে। কেউ চাইলে এই পোর্টালে গিয়ে ল্যান্ড ব্যাঙ্কের জমির জন্য আবেদন করতে পারবেন। মূলত, এই জমিগুলিতে 'লিজহোল্ড' থেকে 'ফ্রি হোল্ড' করতে চায় সরকার।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে জমির জন্য আর সরকারের কাছে আসার প্রয়োজন নেই। একবার ফ্রি হোল্ড ল্যান্ড পেয়ে গেলে চাইলেই ইন্ডাস্ট্রি করা যাবে । কেউ চাইলে সহকারী শিল্প ওই জমিতে করতে পারে। সেই ক্ষেত্রে জমিটা তাঁর নিজের হয়ে যাবে। সেও সেই ক্ষেত্রে একটা নিশ্চয়তা পেয়ে যাবে। সরকারের কাছে লিজ হোল্ড থেকে জমি ফ্রি হোল্ড হল টাকা আসবে। যা দিয়ে রাজ্য সরকার শিল্প স্থাপন করবে বা অন্য কোনও কাজে সেই টাকা ব্যয় করা হবে। যাতে কর্মসংস্থান আসে সেই দিকে ব্যয় করা হবে টাকা।
রাজ্যে প্রথম পর্যায়ে তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করার কাজ হচ্ছে। যার মধ্য়ে রয়েছে, রঘুনাথপুর-ডানকুনি-হলদিয়া-তাজপুর করিডোর। এটি রয়েছে ৪০০ কিলোমিটারের। পরে রয়েছে ডানকুনি-কল্যাণী ৪৩ কিলোমিটারের করিডোর। ডানকুনি-খড়গপুর ১৬০ কিলোমিটারের করিডোর। এ ছাড়াও প্রস্তাবিত করিডোরের মধ্যে দার্জিলিং কোচবিহার ইন্ডাস্ট্রিয়াল করিডোর। এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মধ্য়েই ৮ হাজার একরের জমি চিহ্ণিত করেছে সরকার। যার মধ্য়ে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড রয়েছে। ২০০ একর রয়েছে ঢাকেশ্বরী কটন মিলস। এ ছাড়াও ল্যান্ড ব্য়াঙ্ক হিসাবে সরকার বহু জমি চিহ্ণিত করেছে।
এদিন শিল্প বৈঠকে মুখ্য়মন্ত্রী জানান, অবিলম্বে ইকোনমিক করিডর চিহ্ণিত করতে বোর্ড লাগাবে রাজ্য সরকার। ফলে স্বাভাবিকভাবেই সরকারের ল্যান্ডব্যাঙ্ক সম্পর্কে জানতে পারবে সবাই।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















