Anubrata Mandal: অনুব্রতকে 'গরুচোর' বলে বিদ্রুপ, তাঁকে ভর্তি নিল না এসএসকেএম
Anubrata at Cattle Scam: অনুব্রতকে 'গরুচোর' বলে বিদ্রুপ। মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে অনুব্রত মণ্ডল সাড়া দেবেন কিনা, এনিয়ে টানা জল্পনা চলে।
কলকাতাঃ অনুব্রতকে 'গরুচোর' বলে বিদ্রুপ। মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) সাড়া দেবেন কিনা, এনিয়ে টানা জল্পনা চলে। অবশেষে সেই জল্পনায় জল ঢেলে, এদিন ফের তিনি এসএসকেএম-এর পথে রওনা হন অনুব্রত। কিন্তু শেষ অবধি তাঁকে ভর্তি নেয়নি এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। উপরন্তু 'গরুচোর' বলে বিদ্রুপ জোটে। ভিড়ের মাঝে কোনও রোগীর আত্মীয় অনুব্রতকে নিয়ে এই বিদ্রুপ করেন বলে জানা গিয়েছে।
এদিকে, গত কয়েকদিন আগেই রাজ্যের শাসকদলের এক প্রাক্তনমন্ত্রীর সঙ্গেও এহেন পরিস্থিতি তৈরি হয়। এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারের পর জোকা ইএসআই-এ মেডিক্যাল টেস্ট করার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে আনার সময়, তাঁর উপর একজন জুতো ছুড়ে মারে। এদিকে এদিন অনুব্রত মণ্ডলের উপর জুটল 'গরুচোর' তকমা। মূলত রাজ্যের শাসকদলের এই হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডলের উপরে ঝুলছে গরুপাচার মামলার তদন্ত। নাম জড়ানোর পর এখন অবধি অসংখ্য বার তিনি ইডি-সিবিআই-র হাজিরা এড়িয়েছেন। কখনও বীরভূমের বাড়ি থেকে বেরিয়ে আসানসোল হয়ে কলকাতা আসার পথে নিজাম প্যালেসের গা ঘেষে বেরিয়ে যান তিনি। এর আগে সিবিআই তলবের পর বুকে হাত দিয়ে তাঁকে বেরোতে দেখা গিয়েছে। তারপর সোজা গিয়ে ভর্তি হয়েছেন এসএসকেএম-এ। মূলত এসএসসি দুর্নীতি মামলায় তলব এড়িয়ে কিছুতেই যাতে এসএসকেম-এ না যেতে পারেন, তার জন্য পার্থ ইস্যুতে আগেই ঝাঁপিয়ে পড়েছিল সিবিআই। তারপরেই এসএসকেএম-র উডবার্ণ-এ এখন আর চাইলেই ভর্তি হওয়া যাবে না, স্পষ্ট বলে জানায় হাইকোর্ট। আর এবার তাই চেয়েও আর এসএসকেএম-এ ভর্তি হওয়া গেল না অনুব্রত-র। শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল। যদিও অসুস্থতার জন্য হাজিরা দিতে পারবো না বলেই জানিয়েছেন অনুব্রত।
আরও পড়ুন,'ডিউটির সময়ে ঘুমিয়ে পড়ার ছবি দেখিয়ে অক্ষয়কে ভয় দেখাতেন,' সেই রাগেই নিশানা রঞ্জিতকে
এদিন এসএসকেএম ভর্তি না নেওয়ায় প্রথমে চিনার পার্কের বাড়িতে যান। তবে শেষ অবধি পাওয়া খবরে, এই মুহূর্তে তিনি আবার চিনার পার্কের বাড়ি থেকেও বেরিয়ে পড়েছেন। কিন্তু কোথায় যাচ্ছেন ? বীরভূম ? প্রথমে তাঁর গতিপথে ধোঁয়াশা থাকলেও জানা গিয়েছে বাড়ির পথে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। তবে এই মুহূর্তে রাজ্যের শাসকদলের ক্ষমতায় কেউ প্রাক্তন এবং কেউ বর্তমান, যেভাবে একের পর এক সাধারণ মানুষের ক্ষোভের এবং বিদ্রুপের শিকার হচ্ছেন , তাতে ক্রমশই উত্তাল হচ্ছে রাজ্য-রাজনীতি।