CBI on Anubrata: 'গরুপাচারে দায় ঝেড়ে ফেলার চেষ্টা', নাম ধরে ধরে অনুব্রতকে জেরা সিবিআই-র
CBI on Anubrata Mandal Cattle Scam: 'জানি না, চিনি না', আজ জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের এমনটাই উত্তর দিয়েছেন তৃণমূলের হেভিওয়েট অনুব্রত মন্ডল। এদিকে ২০ তারিখ অবধি এই হেফাজতের মেয়াদ রয়েছে।
কলকাতাঃ গরুপাচার মামলায় নাম ধরে ধরে আজ অনুব্রত মন্ডলকে জেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গ্রেফতারির চার দিন পরেও 'মুখে কুলুপ দিয়ে রেখেছেন অনুব্রত, , তাঁরা সন্তুষ্ট হতে পারছেন না', বলেই দাবি তদন্তকারী অফিসারদের। আজ সন্ধ্যে অবধিই চলবে জিজ্ঞাসাবাদ বলে জানা গিয়েছে।
'জানি না, চিনি না', জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের এমনটাই উত্তর দিয়েছেন অনুব্রত মন্ডল
সূত্র মারফৎ খবর, 'জানি না, চিনি না', আজ সিবিআই-র জিজ্ঞাসাবাদের সময় বেশিরভাগ প্রশ্নের এমনটাই উত্তর দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। উল্লেখ্য, আগামী ২০ তারিখ অবধি এই হেফাজতের মেয়াদ রয়েছে। তাই হাতে আর বেশি সময় নেই। আজ দফায় দফায় জেরা পর্ব শুরু হয়ে গিয়েছে। মূলত প্রচুর সম্পত্তি সায়গল হোসেন কিনেছিল। এই প্রচুর সম্পত্তি কি সায়গল হোসেনের নাকি অনুব্রত-র ? এটিই ছিল মূল প্রশ্ন। তবে এই প্রশ্নের যে জবাব দিয়েছেন অনুব্রত, তাতে সন্তুষ্ট হতে পারেননি বলেই দাবি তদন্তকারী অফিসারদের। এবং পাশাপাশি অনুব্রত মণ্ডলের মেয়ের বেশ কিছু সম্পত্তি রয়েছে । সেই বিষয়েও জানতে চান সিবিআই গোয়েন্দারা।
'গরুপাচারে দায় ঝেড়ে ফেলার চেষ্টা অনুব্রত-র'
ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। সেখানে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলকে আজকে সকাল থেকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় থেকেই তাঁর বডি ল্যাঙ্গোয়েজ পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর তাঁকে যখন নিয়ে আসা হয়, তারপর থেকে অনুব্রত জিজ্ঞাসাবাদ চলছে। তবে 'গরুপাচারে দায় ঝেড়ে ফেলার চেষ্টা অনুব্রত-র', বলেই দাবি তদন্তকারী অফিসারদের।
আরও পড়ুন, 'ইডি-সিবিআই-কে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ', বিস্ফোরক সৌমিত্র খাঁ
'জানতাম দিদি পাশে থাকবেন, উনি জানেন আমি নির্দোষ'
প্রসঙ্গত, গতকালই অনুব্রত-র আইনজীবী জানিয়েছেন, 'দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন। তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এবং উনি বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। উনি জানেন আমি নির্দোষ। এই ঘটনার সঙ্গে আমার কোনওভাবে যোগসূত্র নেই।আইনজীবী আরও বলেন, 'সবাই জানেন, উনি শারীরিকভাবে অসুস্থ। সেই অবস্থাতেই একটা আত্মবিশ্বাস ওনার মধ্যে অবশ্যই এসেছে।' উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' আর মমতার এই প্রতিক্রিয়ার পরেই, 'আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে' অনুব্রত-র, দাবি আইনজীবীর।