Behala Hospital Ransacked: বেহালার হাসপাতালে তুমুল তাণ্ডব-বিক্ষোভ, শৌচাগারে গিয়ে লুকিয়ে প্রাণে বাঁচলেন নার্স!
Behala Hospital: ইমার্জেন্সি বিভাগে ঢুকে ভাঙচুর, ভাঙা হয় ভিজিটর্স গেটের কাচ
সত্যজিৎ বৈদ্য এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আর জি কর মেডিক্যালসের ছায়া এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালের সুরক্ষা নিয়ে ফের উঠল প্রশ্ন। রোগীমৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সামনেই হাসপাতালে তাণ্ডব চালাল মৃতের আত্মীয়-পরিজনেরা। ইমার্জেন্সি বিভাগে ঢুকে ভাঙচুর, ভাঙা হয় ভিজিটর্স গেটের কাচ।
ঠিক কী ঘটেছে?
ইর্মাজেন্সির অবজার্ভেশন ওয়ার্ডে ঢুকে অন ডিউটি নার্সদের মারধর, আটকাতে গেলে নিরাপত্তারক্ষীরাও আক্রান্ত হন। শৌচাগারে গিয়ে লুকিয়ে প্রাণে বাঁচেন নার্স। একজন নার্স হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা।
হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হওয়ায় গতকাল রাত সোয়া ৮টা নাগাদ ঠাকুরপুকুরের বাসিন্দা ৩০ বছরের মেহমুদ আলমকে হাসপাতালে আনা হয়। রোগীর অবস্থা সঙ্কটজনক ছিল।হাসপাতালে আনার পর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুন, হঠাৎই আকাশ থেকে টাকার বৃষ্টি! ২০ লক্ষ টাকা উড়ে এল রাস্তায়! তুমুল শোরগোল
অভিযোগ, মৃতদেহ অ্যাম্বুল্যান্সে তোলার পর রাত পৌনে ১২টা নাগাদ শতাধিক লোকজন হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। আতঙ্কিত হয়ে পড়েন ইমার্জেন্সিতে থাকা রোগী ও তাঁদের আত্মীয়রা। কেউ পালিয়ে যান, কাউকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, দিল্লি থেকে আসা স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদলের সঙ্গে আজ রাজ্য সরকারের বৈঠক রয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। নিউটাউনে স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এই ৩ জেলার স্বাস্থ্য আধিকারিকরাও।কেন্দ্রের অনুদান, কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের আটকে থাকা টাকা, রাজ্যের জেলা স্তরের স্বাস্থ্য পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয়ে তাদের পর্যবেক্ষণ এই বৈঠকে তুলে ধরবেন স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে