Kolkata News : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বেলেঘাটার TMC নেতা সুশান্ত সাহা !
Beleghata TMC Leader Arrested Charge Of Extortion: উধাও বিধাননগরের সমরেশ, বেলেঘাটায় গ্রেফতার সুশান্ত
কলকাতা: তোলাবাজি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বেলেঘাটার তৃণমূল নেতা গ্রেফতার। উধাও বিধাননগরের সমরেশ, বেলেঘাটায় গ্রেফতার সুশান্ত। তৃণমূল নেতা সুশান্ত সাহা ওরফে হাবু গ্রেফতার। তোলাবাজি, জোর করে আটকে রাখার অভিযোগ। জোর করে আটকে রাখা, গাড়ি কেড়ে নেওয়ারও অভিযোগ। তৃণমূল নেতা সুশান্ত সাহাকে গ্রেফতার করল পুলিশ।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা চাওয়ার অভিযোগে, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে সাসপেন্ড করেছিল তৃণমূল। তাঁর বিরুদ্ধে পোস্তা থানায় অপহরণ ও আড়াই লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন লিলুয়ার বাসিন্দা। সাসপেন্ডেড ওই যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছিল রাজ্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারির বিরুদ্ধে!
এরপর তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। সাসপেন্ড করেছিল তৃণমূল। হাওড়ার লিলুয়ার বাসিন্দা এক ব্যবসায়ীর মা পোস্তা থানায় লিখিত অভিযোগে জানিয়েছিলেন, যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তাঁর দুই সঙ্গী তাঁর ছেলেকে চাকরি দেওয়া ও আইনি সহায়তার আশ্বাস দিয়েছিলেন। ব্যবসায়ী সেই সাহায্য নিতে অস্বীকার করলে তাঁকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ।
এরপর যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি মহিলাকে তাঁর অফিসে ডেকেছিলেন। অভিযোগ, তখন মহিলাকে অপহরণ করা হয়েছি,এবং ৩ লক্ষ টাকা মুক্তিপণ এবং আড়াই লক্ষ টাকা আগাম দাবি করেছিলেন। সেই সঙ্গে ছেলেকেও হুমকি দেওয়া হয়েছিল। শেষমেশ টাকা দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছিল মহিলাকে।থানায় যাওয়ায় ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ।
এই প্রেক্ষাপটে রাজ্য যুব তৃণমূলের সম্পাদকের পদ থেকে তরুণ তিওয়ারিকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। সেসময় পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেছিলেন, ঠিক করেছে। একদম ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যুব তৃণমূল নেতার অবশ্য় দাবি তাঁকে ফাঁসানো হয়েছে। যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি ও তাঁর দুই সঙ্গীকে পোস্তা থানায় ডেকে পাঠানো হয়েছিল।
এরপর গ্রেফতার করা হয়েছিল তাঁদেরকে।
আরও পড়ুন, হিন্দু হলে নেই রেহাই ! সীমান্তেও বাংলাদেশের উস্কানি
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)