Kolkata News: দেখে চেনাই দায়, রাস্তায় পড়ে শুধু দেহাংশ ! বাঘাযতীনে বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি..
Kolkata Accident: ফের মর্মান্তিক দুর্ঘটনা খাস কলকাতায়

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ফের খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা। বাঘাযতীনে বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি। নিহত বাইক চালকের দেহ চেনাই দায়, রাস্তায় পড়ে শুধু দেহাংশ !
আরও পড়ুন, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে স্বামীর খুনের সুপারি স্ত্রীর ! সন্তানের সাক্ষীতে ১২ বছর পর দোষী সাব্যস্ত
বাঘাযতীনে বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি
এদিন পৌনে এগারোটা নাগাত, বাঘাযতীন মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন সফর করছিলেন। আচমকাই তাঁকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়েছে, যে বাইক চালককে চেনাই যাচ্ছে না। রাস্তায় পড়ে রয়েছে শুধুই দেহাংশ। এবং সেই দেহাংশ চাদরে করে যাদবপুর থানার পুলিশ নিয়ে গিয়েছে। বাইকটিকে উদ্ধার করা হয়েছে। বাইকের নাম্বার প্লেট ধরে চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছেে।
'রাস্তার উপর লরি দাঁড় করিয়ে পুলিশ পয়সা খায়..'
ঘাতক লরির চালক ইতিমধ্যেই পলাতক। ঘটনাস্থলে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে। এবং তাঁদের অভিযোগ অহরহ এই জায়গায় বেপরোয়া গতিতে গাড়ি চলাফেরা করে।স্থানীয় এক বাসিন্দা বলেন, 'আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা রং রুটে এসেছে। ছেলেটা বাইকে করে ক্রস করছি। সেখান থেকে পিষতে পিষতে এনে এখানে এনে দাড় করিয়েছে। এই রাস্তার উপর লরি দাঁড় করিয়ে পুলিশ পয়সা খায়। যাতে লরিটা এখান থেকে বেঁচে চলে যেতে পারে, পুলিশ সেই চেষ্টা করছে। '
চলতি মাসেই আরও ভয়াবহ দুর্ঘটনা রাজ্যে
সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল পুরুলিয়ার বলরামপুর। লরির সঙ্গে চারচাকার সংঘর্ষে মৃত্য়ু হয়েছিল ৯ জনের। ভোর বেলায় পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার দিক থেকে বরযাত্রী সমেত ওই চারচাকাটি ঝাড়খণ্ডের নিমডির দিকে যাচ্ছিল সেই সময় উল্টোদিক থেকে আক্ষরিক লোহা বোঝাই একটি লরি আসছিল। বলরামপুর থানার অন্তর্গত নামসোল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ২টি গাড়ির। বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে গেলে চারচাকায় থাকা ৯জনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আর এই ঘটনাতেই পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে মুখ্য়মন্ত্রীকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা উত্তর দিয়েছিল তৃণমূলও।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















