Roopa Ganguly meets Kunal Ghosh: কুণাল-রূপার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Roopa Ganguly and Kunal Ghosh Meeting: কুণাল-রূপার সাক্ষাৎ-এর ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে। সিঁদূরে মেঘ দেখল কি গেরুয়া শিবির, চাপান উতোর রাজনৈতিক মহলে।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতাঃ কুণাল-রূপার সাক্ষাৎ-এর ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে (Roopa Ganguly meets Kunal Ghosh)। সম্প্রতি দক্ষিণ কলকাতার ঘরোয়া অনুষ্ঠানে তৃণমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh), বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন। আর এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। যদিও দুজনেই এই সাক্ষাৎকে সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই উল্লেখ করেছেন। এমনিতেই বঙ্গবিজেপির (WB BJP) একের পর এক ক্ষোভের ইস্যু বাইরে এসেছে। একুশ থেকে বাইশের মাঝে গেরুয়া শিবিরের একাধিক হেভিওয়েট দল ছেড়ে তৃণমূলে এসেছেন। এহেন পরিস্থিতির মাঝে একাধিকবার দলের নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (BJP Leader Roopa Ganguly)। তাই এমন আবহে কুণাল-রূপার সাক্ষাৎ-এর ছবি প্রকাশ্যে আসতেই অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।
আরও পড়ুন, চুরিও করিনি, ডাকাতিও করিনি, সিবিআই ডাকলে আবার যাব: অনুব্রত
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ করেন। এদিকে একুশের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) পর তৃতীয়বার সরকার গঠন করেছে মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। একুশের ভোটের আগে যেভাবে ঘাসফুল ছেড়ে একে একে সবাই যাচ্ছিল পদ্ম শিবিরে। ভোটের ফলপ্রকাশের পর থেকেই ছবিটা পুরো উলটে যায়। রাজীব বন্দ্য়োপাধ্যায়ের মতো ঘাসফুল ছেড়ে আসা বিধায়ক, নেতা, কর্মীরা তো বটেই, তার পাশাপাশি গেরুয়া শিবির ছেড়ে আসেন পদ্মের বাবুল সুপ্রিয়োর মতো হেভিওয়েট নেতারাও। কেন এই ভরাডুবি প্রশ্ন করে বৈঠকও করেছেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু তারপরেও ভাঙন থামেনি। এহেন মুহূর্তে কুণাল-রূপার সাক্ষাৎ-এর ছবি প্রকাশ্যে আসতেই সিঁদূরে মেঘ দেখল কি গেরুয়া শিবির, চাপান উতোর রাজনৈতিক মহলে।
প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক নিয়েও রূপা গঙ্গোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের ঘটনা বাইরে বেরিয়ে আসে। তথাগত রায়, দিলীপ ঘোষদের সঙ্গে বিজেপি নেত্রীর একাধিকবার মতবিরোধের ইস্যু দলের বাইরে বেরিয়ে আসে। বঙ্গ বিজেপি নের্তৃত্ব নিয়েও তার ক্ষোভ প্রকাশ পেয়েছে। দলীয় কোন্দলের একাধিক ইস্যু নিয়ে তোপ দাগতেও ছাড়েননি তৃণমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময়েই তাঁকে এনিয়ে অ্য়াকটিভ থাকতে দেখা যায় কুণাল ঘোষকে। আর সেই কুণাল ঘোষের সঙ্গে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। যদিও এই ছবি প্রকাশ্যে আসার পর, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি নরেন্দ্র মোদীর ভক্ত। পাশাপাশি ছবি প্রকাশ্যে আসতেই জল্পনায় জল ঢেলেছেন কুণাল ঘোষও । তিনি বলেছেন, সম্প্রতি দেখা হয়েছে বহু দিনের পরিচিত অভিনেত্রীর সঙ্গে। যিনি দ্রৌপদীর ভূমিকায় একসময় অভিনয় করেছেন। তাই এখানে রাজনৈতিক সমীকরণের কোনও অবকাশ নেই। এটা নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়, বলেই জানিয়েছেন কুণাল ঘোষ।