Kolkata News: জাদুঘরে বোমাতঙ্ক ! ঘটনাস্থলে কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড..
Indian Museum Bomb Panic : জাদুঘরে বোমা রাখা আছে বলে ইমেলে হুমকি, খবর পেয়েই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড...

প্রকাশ সিনহা, কলকাতা: জাদুঘরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। জাদুঘরে বোমা রাখা আছে বলে ইমেলে হুমকি। খবর পেয়েই ঘটনাস্থলে কলকাতা পুলিশ ও বম্ব স্কোয়াড।
প্রায় দেড় ঘণ্টা হয়ে গিয়েছে, কলকাতা পুলিশের আধিকারিকরা, জাদুঘরের ভিতরে রয়েছেন। প্রতিটি জায়গায় স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। জাদুঘরের ডিরেক্টর জানিয়েছেন, ৩০ মার্চ ইন্ডিয়ান মিউজিয়ামের অফিশিয়াল ইমেল আইডি-তে একটা মেল আসে। এবং মেলে হুমকি দেওয়া হয় যে 'ইন্ডিয়ান মিউজিয়ামকে, উড়িয়ে দেওয়া হবে।' গত দুইদিন যেহেতু মিউজিয়াম বন্ধ ছিল, তাই এই মেল আজ তাঁদের নজরে আসে। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে এই মেলের বিষয়ে জানানো হয়।গতবছর পরপর ৩দিন, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক দেখা দিয়েছিল । পুণে থেকে কলকাতা-আকাশা এয়ারের বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল । বিমানে বোমা থাকার কথা বলে কলকাতা বিমানবন্দরে ফোন এসেছিল। এরপরেই কলকাতায় অবতরণের পরে বিমানে তল্লাশি চালানো হয়েছিল।
প্রসঙ্গত, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে ৬ মাসের দুই শিশু, ৬ বছরের শিশুকন্যা-সহ ৮ জনের মৃত্যু হয়েছে ! ঢোলাহাটে বাজির আড়ালে বোমা? স্থানীয়দের অভিযোগ, গ্রামে শুধু বাজি বা বাজির মশলা নয়, এখানে-ওখানে অরক্ষিত, বিপজ্জনক অবস্থায় পড়ে আছে বস্তা ভর্তি বোমা। কোনওমতে খড় চাপা দিয়ে রাখা হয়েছে। তাঁদের প্রশ্ন, কারা রেখে গেল এত বোমা? এই অবস্থায় কেন রেখে গেল? কখন রেখে গেল বোমা? গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের সময় বাড়িতে না থাকলেও, পরে বণিকদের দুই ভাইকে এলাকায় দেখা গেছিল। তারপর থেকেই তাঁদের খোঁজ মিলছে না। রাতে বণিকদের দুটি কারখানার দরজা কেন খোলা ছিল? ঢোলাহাটে বিস্ফোরণের ঘটনায় অনেক প্রশ্নেরই উত্তর মিলছে না।
আরও পড়ুন, মুখোমুখি সংঘর্ষ, একাধিক জনের মৃত্যু ! ফের ভয়াবহ রেল দুর্ঘটনা দেশের মাটিতে..
বাড়িতে মজুত করা বাজি কাড়ল প্রাণ! দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ছারখার গোটা বাড়ি। মৃত্যু হল ৪ শিশু-সহ একই পরিবারের ৭জনের। খোঁজ মিলছে না আরও ৪ সদস্যের। প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। লাইসেন্স থাকার পাল্টা দাবি করেছেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক। দাউদাউ করে জ্বলছে প্রায় গোটা বাড়িটা!আগুনের লেলিহান শিখার মধ্য়ে পরপর বিস্ফোরণ। চারদিকে কান্না আর স্বজনহারানোর হাহাকার।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















