Jharkhand Rail Accident: মুখোমুখি সংঘর্ষ, একাধিক জনের মৃত্যু ! ফের ভয়াবহ রেল দুর্ঘটনা দেশের মাটিতে..
Jharkhand Rail Accident Update: বিকট শব্দ, মুখোমুখি সংঘর্ষে ফের ভয়াবহ দুর্ঘটনা !

নয়াদিল্লি: ফের রেল দুর্ঘটনা, ওড়িশার পর এবার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বরহাট (Borhat) ২ মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ২ মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের, জখম ৪।
NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। জখম হয়েছেন ৪ জন। গতকাল রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়।রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।
বারবার দুর্ঘটনার মুখোমুখি ভারতীয় রেল
প্রসঙ্গত, গত কয়েক মাসে ইতিমধ্যেই একাধিকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে ভারতীয় রেল। কখনও লাইন থেকে চাকা সরে গিয়ে, কখনও বা মুখোমুখি সংঘর্ষে ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। কখনওবা সিগন্যালিং বা যান্ত্রিক ত্রুটি-সহ নানা কারণেই বারবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের মর্মান্তিক দুর্ঘটনা।
সপ্তাহ পেরোনোর আগেই ফের দুর্ঘটনা
প্রসঙ্গত, সম্প্রতি ভয়াবহ আরও একটি রেল দুর্ঘটনা হয়েছিল ওড়িশায়। ওই রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১ জনের। এবং আহত হয়েছেন ৭ জন। কটক পরিয়ে যাওয়ার সময়ে সকাল ১১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছিল বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা।
তালিকায় রয়েছে আরও একাধিক অভিশপ্ত রেল দুর্ঘটনা
দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছিল কিনা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে তালিকায় রয়েছে, আরও একাধিক অভিশপ্ত রেল দুর্ঘটনা।
কেন বারবার ফিরে আসছে এই দুর্ঘটনা ?
গত বছর এই ঝাড়খণ্ডেই চক্রধর ডিভিশনে আরও একটি রেল দুর্ঘটনা ঘটেছিল। বেলাইন হয়েছিল এক্সপ্রেস ট্রেন। লাইনচ্যুত হয়েছিল হাওড়া-মুম্বই মেলের ১৮ টি কামরা। মৃত্যু হয়েছিল একাধিক জনের। ঘটনার তিন থেকে ৪ মিনিট আগেই লাইনচ্যুত হয়েছিল, মালগাড়ির চারটি বগি। কিন্তু কথা হচ্ছে কেন বারবার ফিরে আসছে এই দুর্ঘটনা, লম্বা সফরে যাওয়ার আগে চিন্তায় যাত্রীরা।
আরও পড়ুন, শেষ রক্ষা হল না, এসএসকেএম-এ মৃত্যু সুতপা বণিকের, ঢোলাহাটের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
