Kolkata News: DA চেয়ে অসুস্থ আরও ১, অ্যাম্বুলেন্সে করে নেওয়া হল ক্লিনিকে
Kolkata DA Sick: ডিএ-র দাবিতে অনশন আন্দোলনের ২৭ দিন। আর এবার ধর্ণা মঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন।

কলকাতা: ডিএ-র দাবিতে (DA) অনশন আন্দোলনের ২৭ দিন। আর এবার ধর্ণা মঞ্চে অসুস্থের (Sick) তালিকায় আরও একজন। অ্যাম্বুলেন্সে (Ambulence) করে নিয়ে যাওয়া হল সল্টলেকের হার্ট ক্লিনিকে (Saltlake Clinik)।
অসুস্থ হলেন আরও একজন
প্রসঙ্গত, গতকাল বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। আন্দোলনকারী চিন্ময় জানাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের হার্ট ক্লিনিকে। আর চব্বিশ ঘণ্টা পার করার আগেই ফের অসুস্থ হলেন আরও একজন। শহিদ মিনারে (Shahid Minar) রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ৪০ দিন ইতিমধ্যেই পার করেছে।। অনশন-আন্দোলনের ২৭ দিনে পা। এর আগেও ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনিও সল্টলেকের হার্ট ক্লিনিকে ভর্তি রয়েছেন।
১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক
সম্প্রতি DA-আন্দোলনকারীদের অভিযোগ করতে শোনা যায়, অনশনকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে টালবাহানা করে পুলিশ। তার ফলে কিছুটা সময় নষ্ট হয়। এর পাশাপাশি, DA-আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আগামী ১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ ধর্নামঞ্চে যান আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিধানসভা থেকে হেঁটে শহিদ মিনারে DA-ধর্নামঞ্চে গিয়েছেন বিজেপি বিধায়করা। আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেরা।
কত হলে সন্তুষ্ট হবেন? মুখ্যমন্ত্রী
অপরদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন, 'কেন্দ্রের (Central Government) সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা। ১০৫ শতাংশ ডিএ (DA) দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন? আমায় পছন্দ না হলে আমার মুণ্ড কেটে নিন।এর থেকে বেশি আমার থেকে পাবেন না।'
আরও পড়ুন, ধূপগুড়ি শহরে সুপার মার্কেটে বিধ্বংসী আগুন
জোরাল হচ্ছে DA-আন্দোলনের ঝাঁঝ
দিনে দিনে আরও জোরাল হচ্ছে DA-আন্দোলনের ঝাঁঝ। রবিবার DA-এর মঞ্চে একসঙ্গে দেখা গেছে কংগ্রেসের কৌস্তভ বাগচী এবং বিজেপির রাহুল সিনহাকে। আর সোমবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জেল-মুক্তির পর, এদিনই ভাঙা গাড়ি নিয়ে বিধানসভায় আসেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনিও আসেন DA-এর ধর্নামঞ্চে। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ৩৯ দিনে পড়েছে। ২৫ দিন ধরে চলছে অনশন-আন্দোলন। ১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।





















