Kolkata News : রাতের অন্ধকারে ভাঙা হল তালা, পুলিশের সামনে দিয়েই পালাল ৫ দুষ্কৃতী, দুঃসাহসিক ডাকাতি সল্টলেকের GC ব্লকে !
Salt Lake Robbery: দুঃসাহসিক ডাকাতি সল্টলেকের GC ব্লকে !

সুদীপ্ত আচার্য, কলকাতা: সল্টলেকে ফের ডাকাতি, এবার GC ব্লকে। মেন গেটের তালা ভেঙে ঢুকে অনাবাসী ভারতীয়র বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা থেকে দুটোর মধ্যে সল্টলেকের GC ব্লকের ওই বাড়িতে হানা দেয় ৫ জনের ডাকাত দল।
রাতের অন্ধকারে সল্টলেকের GC ব্লকের ১৮৪ নং বাড়িতে দুঃসাহসিক ডাকাতি ! স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক বিদেশে থাকেন। নিচের তলায় রয়েছে একটি অফিস। এই বাড়ির অদূরেই রয়েছে একটি কলেজের ক্যাম্পাস। সেই ক্যাম্পাসের কাছে পুলিশ, রাত দেড়টা থেকে দুটোর সময়, দুটি নম্বর বিহীন একটি স্কুটি এবং একটি বাইকে ৫ জনকে যেতে দেখেন। এরপরেই পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করতে গেলে, তাঁদেরকে আগ্নেয়াস্ত্র দেখানো হয় বলেও অভিযোগ। তারপর পুলিশের টহলদারি গাড়ি, এই বাড়ির সামনে আসে।






















