Kashmir Attack: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত কলকাতার বিতান অধিকারী, স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন
Kashmir Attack Kolkata Resident Bitan Adhikari Killed:জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী, নিহতর স্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারী। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বৈঞ্চবঘাটার বাসিন্দার। শ্রীনগরে ময়নাতদন্তের পর দেহ রাজ্যে ফিরবে। স্ত্রী ও সন্তান সুস্থ। নিহতর স্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং নিহতর দেহ রাজ্যে ফিরলেই রাজ্য সরকারের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন তিনি।

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিতান অধিকারীর পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। কাশ্মীরে ঘুরতে ১৬ তারিখ রওনা হয়েছিলেন বিতান অধিকারী ,তাঁর স্ত্রী এবং তাঁদের সন্তান। কাশ্মীর ঘুরে আগামী ২৪ এপ্রিল কলকাতায় ফেরার কথা ছিল। তাঁর মাঝখানেই এই মর্মান্তিক ঘটনার খবর এসে পৌঁছেছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ১০০ নং ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যেই নিহতের বাড়ি এসেছেন। এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে যে, বিতান অধিকারী, আমেরিকায় থাকতেন। বৈশাখ মাসের গোড়ায় তাঁরা কলকাতায় আসেন। সেখান থেকেই তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন।
রক্তে লাল হল ভূস্বর্গ!এবার জঙ্গিদের নিশানায় পর্যটকরা। ফের কাশ্মীর ঘিরে উদ্বেগ-আতঙ্ক-ভয়-চিন্তা। মাস তিনেক বাদেই জুলাইয়ের ৩ তারিখ অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে পহেলগাঁওতে পর্যটকদের নিশানা করল জঙ্গিরা। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মাটিতে পড়ে থাকা পর্যটকের দেহের এই ছবি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেবে। একাধিক মৃত্য়ু! জখম হলেন আরও অনেকে! ঘটনাস্থল, ট্য়ুরিস্টস্পট পহেলগাঁও।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়,হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। এভাবেই লনে পড়ে থাকতে দেখা যায় পর্যটকের রক্তাক্ত দেহ। জখম পর্যটকদের মধ্যে অধিকাংশ গুজরাতের বাসিন্দা।তাছাড়াও মহারাষ্ট্র,ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ুর পর্যটকরাও রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF। অভিযোগ, পর্যটকদের নাম-পরিচয় জানতে চাওয়ার পর তাদের নিশানা করা হয়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















