Kolkata: নাসার এজেন্ট হিসেবে পরিচয়, লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ে ধৃত মধুমিতা সাহা
নাসার এজেন্ট বলে পরিচয় দিয়ে ভিন রাজ্যের নাগরিকের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজারহাটের বাসিন্দা মধুমিতা সাহা।
রঞ্জিত সাউ, রাজারহাট: ফের ভুয়ো ও প্রতারণার ঘটনা ঘটল শহরে। নাসার এজেন্ট বলে পরিচয় দিয়ে ভিন রাজ্যের নাগরিকের থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজারহাটের বাসিন্দা মধুমিতা সাহা। তাঁকে গ্রেফতার করে নারায়নপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামে এক ব্যক্তি গতকাল নারায়ণপুর থানায় অভিযোগ করে যে সোশ্যাল মিডিয়া সাইটে পরিচয় হওয়া এক মহিলা নিজেকে নাসার এজেন্ট( নাসার ডি.আর.ডিও. তে সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারির এজেন্ট )বলে পরিচয় দেন। অভিযোগকারীকে বলে যে এই সুপার অ্যান্টিক মেটাল কম পয়সায় কিনে নাসাতে ডেলিভারি করবে এবং সেখান থেকে দ্বিগুণ টাকা পাওয়া যাবে সেই কারণে ইনভেস্টর হিসাবে তারা বিভিন্ন ব্যাক্তির থেকে টাকা নেয়। সেই টাকার লাভের অংশ প্রত্যেক ইনভেস্টরকে দেয়া হবে এইভাবে প্রলোভনও দেখান বলে অভিযোগ।
বিভিন্নবার অভিযোগকারীর কাছ থেকে ধাপে ধাপে টাকা( নারায়ণ পুর থানা এলাকার ডিরোজিও কলেজ সংলগ্ন একটি জায়গায় এই টাকার লেনদেন হয় ) নেওয়ার পর অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্ত। এরপরই নারায়ণপুর থানায় অভিযোগ হলে গতকাল রাতেই রাজারহাটের বাসিন্দা মধুমিতা সাহা নামে এক মহিলাকে গ্রেফতার করেছে নারায়নপুর থানার পুলিশ।
ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ হাজার টাকা এবং বেশ কিছু নথি। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশের তরফে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়ে তদন্ত করা হবে যে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত।
অন্যদিকে, রেলের ইঞ্জিনিয়ার বলে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দীপক সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একজনের থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দীপকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আর কাউকে প্রতারমা করেছে কি না, অন্য কেউ এই চক্রে জড়িত কি না, সে সব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।