Behala : বেহালায় অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ, ৪-৫ দিন আগে মৃত্যু ?
Dead Body : স্থানীয় সূত্রে খবর, ১০-১২ বছর আগে বাবার সঙ্গে এই আবাসনে আসেন মহিলা
কলকাতা : বেহালার (Behala) রাজা রামমোহন রায় রোডে অভিজাত আবাসনের দোতলার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার পচাগলা মৃতদেহ (Rotten Body)। ৪-৫ দিন আগে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মৃতের নাম কমলিকা দাশগুপ্ত।
স্থানীয় সূত্রে খবর, ১০-১২ বছর আগে বাবার সঙ্গে এই আবাসনে আসেন মহিলা। বছর ৪-৫ আগে বাবার মৃত্যুর পর ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। এদিন সকালে দুর্গন্ধ ছড়ানোয় প্রতিবেশীরা বেহালা থানায় খবর দেন। পরে পুলিশ এসে বন্ধ ঘর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
আজই ভবানীপুরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতের নাম মিলন দাস। পরিবারের দাবি, গতকাল রাতে কয়েকজন সঙ্গীর সঙ্গে বসে মদ্যপান করছিলেন পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি। অভিযোগ, সেইসময় পুলিশ এসে সকলকে ধরে নিয়ে গেলেও মিলনকে ফেলে রেখে চলে যায়। আজ সকালে রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ।
আরও পড়ুন ; বাড়ি থেকে মিলল বৃদ্ধার পচাগলা দেহ, উদ্ধার অসুস্থ ছেলে
দিনকয়েক আগে পানাগড়ে (Panagarh) বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মৃতদেহ (Old lady body recovered)। একই ঘর থেকে বৃদ্ধার অসুস্থ ছেলেকে উদ্ধার করে পুলিশ। অন্তত তিনদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হয়।
পানাগড়ে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার-
ঘরজুড়ে পচা গন্ধ। তার মধ্যেই খাটে শুয়ে রয়েছে ছেলে। মেঝেতে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধা মায়ের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ছবি সামনে আসে পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে।
স্থানীয়দের অনুমান, অন্তত তিনদিন মায়ের মৃতদেহের সঙ্গে এক ঘরে ছিলেন ছেলে। মৃতার নাম বনশ্রী বন্দ্যোপাধ্যায়। বয়স ৭৫। প্রতিবেশীরা জানান, বছর দুয়েক আগে স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। বৃদ্ধার পঞ্চাশ বছর বয়সী একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন (Mentally unstable)। বেশিরভাগ সময় বিছানাতেই শুয়ে থাকেন।