Pashchim Bardhaman: বাড়ি থেকে মিলল বৃদ্ধার পচাগলা দেহ, উদ্ধার অসুস্থ ছেলে
Pashchim Bardhaman News: স্থানীয়দের অনুমান, অন্তত তিনদিন মায়ের মৃতদেহের সঙ্গে এক ঘরে ছিলেন ছেলে। মৃতার নাম বনশ্রী বন্দ্যোপাধ্যায়। বয়স ৭৫।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পানাগড়ে (Panagarh) বাড়ি থেকে উদ্ধার ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মৃতদেহ (Old lady body recovered)। একই ঘর থেকে বৃদ্ধার অসুস্থ ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। অন্তত তিনদিন আগে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। বৃদ্ধার মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে কাঁকসা থানা।
পানাগড়ে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার
ঘরজুড়ে পচা গন্ধ। তার মধ্যেই খাটে শুয়ে রয়েছে ছেলে। মেঝেতে পচাগলা অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধা মায়ের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ছবি সামনে এসেছে পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে।
স্থানীয়দের অনুমান, অন্তত তিনদিন মায়ের মৃতদেহের সঙ্গে এক ঘরে ছিলেন ছেলে। মৃতার নাম বনশ্রী বন্দ্যোপাধ্যায়। বয়স ৭৫। প্রতিবেশীরা জানিয়েছেন, বছর দুয়েক আগে স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। বৃদ্ধার পঞ্চাশ বছর বয়সী একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন (Mentally unstable)। বেশিরভাগ সময় বিছানাতেই শুয়ে থাকেন।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোয় সন্দেহ হয় প্রতিবেশীদের (Neighbours)। কাঁকসা থানায় খবর দিলে পুলিশ এসে বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: SSC Scam: ‘আদালতের নির্দেশ অমান্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী’, আরও বিপাকে পরেশ অধিকারী
পশ্চিম বর্ধমানের পানাগড় এলাকার বাসিন্দা পুলক রায় বলেন, 'পাড়ায় কারও সঙ্গে মেলামেশা করতেন না ওঁরা। পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে দেহ উদ্ধার হয়।'
পানাগড়ের অপর বাসিন্দা চয়ন রায় বলেন, 'ছেলে ও মা একসঙ্গে থাকতেন। ৫০ বছরের ছেলের মানসিক সমস্যা ছিল।'
পুলিশ সূত্রে খবর, মৃতার বাড়ি থেকে প্রায় ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। মায়ের মৃত্যুর পর, ছেলেকে কাঁকসা থানার পক্ষ থেকে পানাগড় ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Nadia News Upadte: পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত ৩ বছরের শিশু, প্রতিবাদে পথ অবরোধ নদিয়ার বাসিন্দাদের