Kolkata Unnatural Death : কলকাতায় নদিয়ার কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মিলেছে সুইসাইড নোট, আত্মহত্যা ? নাকি অন্য কিছু ?
Student Death : কলেজছাত্রী কি আত্মহত্যা করেছেন ? তেমনটা হয়ে থাকলে কোন কারণে ? পড়াশোনার চাপ ? কোনও কারণে মানসিক অবসাদ ? নাকি অন্য কিছু ? নাকি মৃত্যুর পিছনে রয়েছে ? খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : তিলজলার পিকনিক গার্ডেনে কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার নদিয়ার কলেজছাত্রীর ঝুলন্ত দেহ। মেডিক্যাল পরীক্ষার জন্য বেসরকারি ইন্সিটিটিউটে পড়াশোনা করছিল ঈস্পিতা ঘোষ। পড়াশোনার জন্য কলকাতায় (Kolkata) ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন ঈস্পিতা। কাল বিকেলে শেষবার কথা, রাত থেকে যোগাযোগ করা যাচ্ছিল না, দাবি পরিবারের। ফ্ল্যাটের মালিককে জানানোর পর আসে পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ, মিলেছে সুইসাইড নোট (Suicide Note)।
কলেজছাত্রী কি আত্মহত্যা করেছেন ? তেমনটা হয়ে থাকলে কোন কারণে ? পড়াশোনার চাপ ? কোনও কারণে মানসিক অবসাদ ? নাকি অন্য কিছু ? নাকি মৃত্যুর পিছনে রয়েছে ? খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। এভাবে অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) খবর পেয়ে ছাত্রীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি তাঁদের বাড়ির মেয়ে আত্মহত্যা করতে পারেন, এই তথ্য মেনে নিতে পারছেন না তারা। কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনওরকম চাপে থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কালনা কলেজের পড়াশোনা করা ছাত্রীটি মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েকমাস আগে থেকে কলকাতায় এসে থাকা শুরু করেছিলেন। প্রথমে তিলজলার ফ্ল্যাটে অন্য একজনের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করে থাকছিলেন ওই ছাত্রী। কিছুদিন আগে অন্য ছাত্রীটি ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ায় আপাতত একাই ফ্ল্যাটে থাকছিলেন তিনি।
বুধবার সকাল থেকে ছাত্রীর কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। জানা যায়, বাড়ির লোকজন গতকাল থেকে ফোনে পাচ্ছিলেন না ওই ছাত্রীকে। তারপর বাড়ির লোকজন ফ্ল্যাটের অন্য লোকেদের ফোন করেন। তারপর লোকজন জড়ো হয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঘরে ঢুকেই তারা ওই কলেজছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। যারপরে ফ্ল্যাটের লোকজন পুলিশে খবর দেন। তিলজলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তাঁদের তরফেই জানানো হয়েছে, ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। ছাত্রীর পরিবারের কথার ভিত্তিতে নোটটি ওই ছাত্রীরই লেখা কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন