Kolkata Temperature: শুধু এবারই চল্লিশে 'প্রেম' কলকাতার, এমনটা নয় ! হয়েছে আগেও
Kolkata Weather Record Temperature: তীব্র তাপপ্রবাহে রীতিমত কষ্ট বাড়ছে কলকাতাবাসীর, তবে ৪০ ডিগ্রি শুনে অনেকেই আতঙ্কিত হচ্ছেন, কী বলছে ফেলে আসা অতীত ?
কলকাতা: এপ্রিলেই পারদ সপ্তমে কলকাতায় (Kolkata)। তাপপ্রবাহের মাঝেই, কলকাতায় পারদ ছুঁয়েছে ৪০-এর ঘরে। বাইরে বের হলে তো কষ্ট হচ্ছেই। তবে ঘরে বসেও, এই খবর জেনে অনেকের উদ্বেগ বাড়ছে। একদিকে আর্দ্রতার জেরে দরদরিয়ে ঘাম ঝরছে। এর সঙ্গে ৪০ ডিগ্রি কীভাবে নেবে কলকাতা ? তবে অতীত কিন্তু অন্য কথা বলছে।
অতীতে কোন বছরগুলিতে, চল্লিশে 'প্রেম' কলকাতার ?
পরিসংখ্যান বলছে, ১৯৮০ সালের এপ্রিল মাসে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায়। এখনও পর্যন্ত কলকাতায় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ২০১৬ ও ২০০৯ সালে, একটানা আট দিন ৪০ এর উপর তাপমাত্রা ছিল কলকাতায়। ২০২৩ সালেও ৫ দিন ছিল ৪০ এর উপর সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায়। ২০২৪ সালে মাত্র দুই দিন একটানা ৪০ ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা কলকাতায়।
কেন বারবার ফিরে আসছে এই তাপমাত্রা ?
যদিও সেদিক থেকে দেখতে গেলে, ১৯৮০ সাল থেকে ২০০০ সালের মাঝের ২০ বছর কিন্তু এতাটা দাবদাহ পোহাতে হয়নি কলকাতাবাসীকে। কিন্তু ২০০০ সালের পর কেন বারবার ফিরে আসছে এই তাপমাত্রা ? মূলত সবমিলিয়ে হিসেব করলে মাঝে বয়ে গিয়েছে ৪০ টা বছর। আর তার মাঝেই অনেককিছুতেই পরিবর্তন এসেছে।
সমাধানে নজর কতটা ?
বিশেষজ্ঞের মতে, গত কয়েক বছরে তাপমাত্রার জেরে বরফ গলাও শুরু হয়েছে। কিন্তু এত বাড়ছে কেন তাপমাত্রার পারদ ? তবে গত ২০ বছরে সারা বিশ্ব-তথা আমাদের দেশেও প্রচুর গাছ কাটা পড়েছে। প্রাকৃতিক দুর্যোগে যতটা গাছ পড়ে গিয়েছে, তার থেকেও বেশি গাছ কেটে গড়ে উঠেছে নগরি। এতো গেল একটা দিক। পাশাপাশি এরই সঙ্গে সমানুপাতিকভাবে বেড়েছে এসির সংখ্যা। এদিকে এসি থেকে বের হওয়া গ্যাসও তাপমাত্রা বাড়িয়ে তুলছে। যদিও ইতিমধ্যেই কলকাতায় পরিবেশবিদরা নজর রেখেছেন। বিশেষ করে আমফানের পর আগের থেকে গাছের প্রতি যত্নবান হতে দেখা গিয়েছে। কলকাতার মেয়র নিজে হাতে গাছ লাগিয়ে সকলকে উৎসাহিত করেছেন।
আরও পড়ুন, দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা, নামতে পারে বৃষ্টিও, বার্তা হাওয়া অফিসের..
আগামীকাল কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে এই নয় জেলার মধ্যে নেই কলকাতা। কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দিনের বেলায় আংশিক মেঘলা আকাশের কারণে অস্বস্তি কিছুটা কমবে বলেই বার্তা আবহাওয়া দফতরের।