Weather Update: দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা, নামতে পারে বৃষ্টিও, বার্তা হাওয়া অফিসের..
Bengal Weather Update: আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা, কয়েকটি জেলার জন্য সুখবরও দিয়েছে হাওয়া অফিস, কোন কোন জেলা পাবে বৃষ্টি, দেখুন একনজরে..
কলকাতা: মে মাসের আগেই তাপপ্রবাহের (Heat Wave) জেরে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর। একদিনের মধ্যে হয়নি বৃষ্টিও। তাপপ্রবাহের জন্য ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে, বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে অবধি প্রয়োজন না হলে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে। যদিও সকালের পর তীব্র দাবদাহে অফিস যাত্রীদের ঘামে ভিজছে পোশাক। ঠিক এহেন মুহূর্তেই ফের সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। তবে হ্যাঁ, কয়েকটি জেলার জন্য সুখবরও দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের কোন ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা ?
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে। আবার চড়বে পারদ। এবং এখানেই শেষ নয়, সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আংশিক মেঘলা আকাশের জন্য অস্বস্তি কিছুটা কমবে এই জেলাগুলিতে
তবে কলকাতা ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া, হুগলি ও নদিয়াতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দিনের বেলায় আংশিক মেঘলা আকাশের কারণে অস্বস্তি কিছুটা কমবে। বুধবার থেকে ফের বাড়বে গরম চড়বে পারদ। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে- ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, মূলত এই চার জেলাতে। রীতিমতো লু বইবার সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। আজও আগামীকাল কলকাতা তাপপ্রবাহ থেকে মুক্ত থাকবে।
কোন জেলাগুলির জন্য সুখবর ? স্বস্তির বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ?
সোমবার ও মঙ্গলবার পশ্চিমের তিন জেলাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা কমবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ ও আগামীকাল অর্থাৎ সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে এর ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।
তাপপ্রবাহের প্রভাব উত্তরবঙ্গেও
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আর উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে। বাড়বে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে সেই সম্ভাবনাও কমবে। বুধবার থেকে দুই ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। নিচের তিন জেলাতে তাপপ্রবাহ এবং উপরের জেলাতেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। আজ ও আগামীকাল মালদা উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন, 'অযোগ্যদের কথা ভেবেই রায়..', চাকরি হারালেন এবার অনামিকাও
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা..
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৬ এপ্রিল, শুক্রবার। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ এবং আসাম সংলগ্ন এলাকায়। উত্তর- দক্ষিণ অক্ষরেখা উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত। যেটি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।