Kolkata Weather Update : কাল থেকে রাজ্যে শুরু বৃষ্টি, কলকাতাও কি ভিজবে ?
Kolkata Weather Update : আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে ।
কলকাতা : বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি বৃষ্টি হলেও তাপমাত্রা নতুন করে কমবে না । বুধবার কলকাতায় সকালে সামান্য কুয়াশা দিয়ে দিন শুরু । আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর । আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে । এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক ।
মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কম । আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় রাজ্যের কোথাও বৃষ্টি হয়নি। কাল থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বৃহস্পতিবার বাঁকুড়া , পশ্চিম বর্ধমান , বীরভূম , মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বর্ষণ বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই । হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উপকূলে জেলাগুলিতে । বৃষ্টির পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, বুধবার। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
http://imdkolkata.gov.in/ অনুসারে দেখে নিন গত কয়েকদিন ও আগামী কয়েকদিনে মহানগরের আবহাওয়ার পূর্বাভাস ,
Day | সর্বনিম্ন তাপমাত্রা |
সর্বোচ্চ তাপমাত্রা |
কেমন আবহাওয়া |
---|---|---|---|
21-Feb | ১৭.0 | ২৬.0 | আংশিক মেঘলা আকাশ, দিনের শুরুতে কুয়াশা, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা |
22-Feb | ১৭.0 | ২৮.0 | মেঘলা আকাশ |
23-Feb | ১৯.0 | ২৯.0 | মূলতঃ পরিস্কার আকাশ |
24-Feb | ২০.0 | ৩০.0 | মূলতঃ পরিস্কার আকাশ |