Kolkata Weather Update : দু’ দিনে ৩ ডিগ্রির বেশি নামল পারদ, কেমন কাটবে এই উইকএন্ড ?
Kolkata Winter Weather : পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ।
কলকাতা : কুয়াশার চাদর...
লেপের আদর...
আর ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক...
দোরগোড়ায় হাজির শীত।
নামতে শুরু করেছে পারদ, ঘাসের ডগায় শিশির আর কুয়াশা মোড়া ভোর জানান দিচ্ছে, শীত আসছে। আর শীত মানেই বড়দিনের উত্সব, নিউইয়ারের আনন্দ, পৌষমেলা, বইমেলা আরও কত কী...!
দু’ দিনে ৩ ডিগ্রির বেশি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে ১ ডিগ্রি কম হলেও আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন পারদ নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ।
গতকাল কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামে পারদ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে।
আরও পড়ুন :
শীতকালে কীভাবে আমলকি খেলে বহু রোগ প্রতিরোধ করা যায়?
গত পরশু, ঘন কুয়াশায় মুখ ঢেকেছিল কলকাতা (Kolkata)। তার জেরে এক লাফে তাপমাত্রা বাড়ে ২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather office) সূত্রে খবর, এদিন কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩. ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আজ থেকে নামবে পারদ। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস সপ্তাহের শেষের দিকে রাজ্য জুড়ে শীতের (Winter) আমেজ থাকবে।
আসি আসি করেও আসছিল না শীত। এরই মধ্যে ফের ঊর্ধ্বমুখী চলতে শুরু করে পারদ (Temperature)। আলিপুর আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে ফের পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় বাড়তে শুরু করে তাপমাত্রা। গত ২-৩ দিন তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত ছিলই।