এক্সপ্লোর
২০২০-এর মার্চের আগে শেষ হবে না মাঝেরহাট ব্রিজের কাজ
২০২০-এর মার্চের আগে শেষ হবে না মাঝেরহাট ব্রিজের কাজ, রেলের থেকে চূড়ান্ত অনুমোদন মেলেনি এখনও। রেলের অংশের উপর দিয়ে যাওয়া নকশার অনুমোদন মেলেনি।

কলকাতা: ২০২০-এর মার্চের আগে শেষ হবে না মাঝেরহাট ব্রিজের কাজ, রেলের থেকে চূড়ান্ত অনুমোদন মেলেনি এখনও। রেলের অংশের উপর দিয়ে যাওয়া নকশার অনুমোদন মেলেনি। যদিও রাজ্য সরকারের অংশের কাজ অনেকটাই এগিয়েছে। নবান্নের শীর্ষ আধিকারিক সূত্রে খবর। গতবছর পোস্তার স্মৃতি উস্কে দিয়েছিল মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনা। সেই ঘটনার পর কেটে গেছে এক বছর। কিন্তু শহরবাসীর কাছে সেদিনের সেই ছবি এখনও টাটকা। তেমনই একই থেকে গিয়েছে মানুষের ভোগান্তির ছবিটা। নতুন সেতু তৈরি হয়নি এখনও। কাজ চলছে। সূত্রের খবর, রেলের ১২টি ডিজাইন এখনও অনুমোদনই পায়নি। প্রত্যেক মাসেই রিভিউ মিটিং হয়। এ মাসের ১১তারিখের রিভিউ মিটিং আছে। অনেক সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রকৃতি! অফিস টাইমে যে রাস্তা যেতে ২০ মিনিট লাগত, সেতু ভেঙে যাওয়ায় এখন তা লাগছে এক ঘণ্টারও বেশি।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















