Kunar Hembram: বিজেপির টিকিটে হয়েছিলেন সাংসদ, পরে তৃণমূলে যোগ দেন, প্রয়াত সেই কুনার হেমব্রম
Former BJP MP of Jhargram: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কুনার হেমব্রম বিজেপির টিকিটে ভোটে লড়েন। প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েই সেবার বিপুল ভোটে জয়ী হন।
অমিতাভ রথ, ঝাড়গ্রাম: প্রয়াত হলেন ঝাড়গ্রামের প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ কুনার হেমব্রম (Kunar Hembram)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। শনিবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়গ্রামের রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কুনার হেমব্রম বিজেপির টিকিটে ভোটে লড়েন। প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েই সেবার বিপুল ভোটে জয়ী হন। যদিও বিতর্ক তাঁর সঙ্গ ছাড়েনি। বিজেপির অন্দরেই তাঁকে নিয়ে অসন্তোষ ছিল। ফলে ২০২৪ লোকসভা ভোটে তাঁকে আর প্রার্থী করা হবে কি না সেই জল্পনা চলছিল। এর মধ্যেই লোকসভা ভোটের কয়েকদিন আগেই তিনি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেন । কিন্তু পরবর্তী সময় তিনি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘ ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। যা বিজেপির কাছে একটা বড় ধাক্কা ছিল ।
আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা
Kunar Hembram, former MP from West Bengal's Jhargram, passed away this morning. He was a Santali civil engineer & known for developing a smartphone application in 2013 that would type SMSes in Ol Chiki script. He resigned from BJP earlier this year & did not contest elections. pic.twitter.com/Qv7P8yHXSk
— Neha Banka 네하 방카 (@nehabnk) September 21, 2024
তবে তৃণমূলে যোগদান করলেও এবারের লোকসভা নির্বাচনে তিনি কার্যত নিষ্কৃয় ছিলেন অসুস্থতার জন্য । দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ।
২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুনার হেমব্রম ঝাড়গ্রামের সাংসদ ছিলেন । এই সময়কালে জঙ্গলমহলের বিভিন্ন সমস্যা নিয়ে লোকসভায় সোচ্চার হয়েছিলেন । তিনি ঝাড়গ্রামের উন্নতির জন্যও বেশ কয়েকটি কাজ করেছেন । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপি এবং তৃণমূলের জেলা নেতৃত্ব ।
আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার