Rishabh Pant: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার
India vs Bangladesh: ২০ মাস পর টেস্টের আঙিনায় স্মরণীয় প্রত্যাবর্তন ঘটালেন পন্থ। করলেন টেস্টে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। চেন্নাইয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে ১২৮ বলে ১০৯ রান করেন পন্থ।
চেন্নাই: প্রায় ২ বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরে দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর যাঁর প্রাণ সংশয় তৈরি হয়েছিল, সেই পন্থই শনিবার বাইশ গজে ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের শাসন করলেন। টেস্টে পন্থের ৬টি সেঞ্চুরি হয়ে গেল। ধরে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিকে। ভারতীয় উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে ৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে ধোনিরও।
পন্থকে দেখে মুগ্ধ বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল (Tamim Iqbal)। জানিয়ে দিলেন, উইকেটকিপার ব্যাটার হিসাবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করবেন পন্থ।
২০ মাস পর টেস্টের আঙিনায় স্মরণীয় প্রত্যাবর্তন ঘটালেন পন্থ। করলেন টেস্টে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। চেন্নাইয়ে ভারতের দ্বিতীয় ইনিংসে ১২৮ বলে ১০৯ রান করেন পন্থ। ১৩টি চার ও ৪ ছক্কা মেরেছেন রুরকির বাঁহাতি ব্যাটার। ধরে ফেলেছেন ধোনিকে।
তবে তামিমের মতে, শুধু ধোনি নয়, বিশ্বের সমস্ত উইকেটকিপারকে সেঞ্চুরির সংখ্যায় ছাপিয়ে যাবেন পন্থ। ভারত বনাম বাংলাদেশ চলতি টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন তামিম। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তামিম বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে পারি উইকেটকিপার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করবে ও।'
কতগুলি সেঞ্চুরি করবেন পন্থ? পূর্বাভাস করছেন ভারতের আর এক উইকেটকিপার পার্থিব পটেল। পার্থিব বলেছেন, 'আমি মনে করি ও ২০টির বেশি টেস্ট সেঞ্চুরি করবে।'
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
টেস্টে উইকেটকিপার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের। ৯৬ টেস্টে ১৭টি সেঞ্চুরি রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপারের। আগ্রাসী ব্যাটিং করে উইকেটকিপারের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন গিলক্রিস্ট। টেস্টে কোনও উইকেটকিপারের সবচেয়ে বেশি রানের রেকর্ডও গিলক্রিস্টের ঝুলিতে। ৯৬ টেস্টে ৫৫৭০ রান করেছেন গিলি। ৪৭.৬০ ব্যাটিং গড় ও ৮১.৯৫ স্ট্রাইক রেট রেখে।
পন্থ এখনও পর্যন্ত ৩৪ টেস্টে ২৪১৯ রান করেছেন। ৪৪.৭৯ গড়ে রান করেছেন পন্থ। ৬টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ৬ বার নব্বইয়ের ঘরেও আউট হয়েছেন পন্থ। ব্রিসবেনের গাব্বায় ভারতের ঐতিহাসিক জয়ে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছিলেন পন্থ।
আরও পড়ুন: চাই না বাচ্চারা আমাকে নকল করুক, বাংলাদেশকে ছারখার করে বলছেন বুমরা