Lal Bazar CCTV: আচমকা কয়েকশো সিসি ক্যামেরা বন্ধ, কী কারণ দেখাল লালবাজার ?
আচমকা লালবাজারের কয়েকশো সিসি ক্যামেরা বন্ধ। সাইবার হানা নয়, সিস্টেম আপডেশনের জন্যই, এই বিভ্রাট, দাবি লালবাজারের।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতা পুলিশের হেড কোয়ার্টার। সারাদিনের কার্যকারিতার উপর সারাদিন কড়া নজর রাখে কোনায় কোনায় থাকা সহস্রাধিক ক্যামেরা। ডিজিট্যাল চোখে ধরা পড়ে মহানগরীর শৃঙ্খলারক্ষাকারীদের হেড অফিসের সবার গতিবিধি। কিন্তু সেখানেই ঘটে গেল বড় বিভ্রাট। বুধবার ঘড়ির কাঁটায় সকাল ১১টা। আচমকা বন্ধ হয়ে যায় লালবাজারের ১৩০০ টি সিসি ক্যামেরা। কন্ট্রোল রুম, সিনিয়র অফিসারদের ঘর সহ একাধিক জায়গার সিসি ক্যামেরা আচমকা কাজ করা বন্ধ করে দেয়। সূত্রের খবর, ৭ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল লাইভ ফিড।
এই ঘটনায় হঠাত শোরগোল পড়ে যায়। কলকাতা পুলিশের হেড কোয়ার্টারে এমন বিভ্রাট কীভাবে সম্ভব? সাইবার হানা ? ষড়যন্ত্র? নাকি অন্যকিছু? সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে সাইবার অপরাধ বিভাগ। শেষ পর্যন্ত কী কারণ সামনে এল ?
লালবাজারের গোয়েন্দা দফতরের এক শীর্ষ কর্তার দাবি, কোনও ভাইরাস বা সাইবার হানা নয়। অ্যান্টি ভাইরাস সিস্টেম আপগ্রেডেশনের জন্যই সিসি ক্যামেরাগুলির কাজ বন্ধ হয়ে যায়। যদিও লালবাজারের মতো জায়গা, এই ঘটনায় উদ্বেগ ছড়ায়।
লালবাজারের তরফে জানানো হয়েছে, এখানে ত্রিস্তরীয় সাইবার সুরক্ষা বেষ্টনী রয়েছে। সিসি ক্যামেরা থেকে লাইভ ফিড পাওয়া না গেলেও, সমস্ত ভিস্যুয়াল স্টোর হয়েছে। সেগুলি পরে দেখা যাবে।
আপাতত সাইবার হানার তত্ত্ব উড়য়ে দেওয়া হয়েছে পুলিশ হোড কোয়ার্টারের তরফে।