West Bengal Live Update: কসবা গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, ৪ জনকেই নিয়ে যাওয়া হল ইউনিয়ন রুম ও গার্ডরুমে
Kashba Law College Case: দেশ থেকে রাজ্য, সমস্ত খবর দেখে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: কসবাকাণ্ডের পর টিএমসিপি-র ছাত্রনেতাদের বিরুদ্ধে এবার বিস্ফোরক একদা টিএমসিপি নেত্রী রাজন্যা। 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে'
'অশ্লীল ছবি ছড়ানো নিয়ে দলকে জানিয়েছি, দল বললে প্রশাসনকে জানাবো। টিএমসিপি-র ছাত্রনেতারাই পাঠাচ্ছে একে অপরকে', অভিযোগ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারের। 'মনোজিৎ একজন নয়, আরও মনোজিৎ আছে তৃণমূলে', বিস্ফোরক সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। সন্ধের পরেই কলেজে কলেজে মনোজিতদের দাপাদাপি। মন্তব্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের।
কসবার আইন কলেজে 'গণধর্ষণ, কাকভোরে অভিযুক্তদের নিয়ে পুনর্নির্মাণ'। ভোর ৪: মনোজিৎ, জেব, প্রমিত, পিনাকীদের নিয়ে আইন কলেজে পুলিশ। ৪ ঘণ্টা ২০ মিনিট ধরে অভিযুক্তদের নিয়ে অপরাধের পুনর্নির্মাণ। ২৫ জুন: সন্ধে ৭টা ৩০ থেকে থেকে রাত ১০টা পর্যন্ত কী কী ঘটেছিল? গার্ড রুম, ইউনিয়ন রুম থেকে ওয়াশরুম-অপরাধের ৩ জায়গায় পুনর্নির্মাণ। নির্যাতিতার বয়ানের সঙ্গে ঘটনাক্রম মিলিয়ে দেখল পুলিশ: সূত্র। ধৃত কলেজের নিরাপত্তারক্ষীর ৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। গার্ড রুম, ইউনিয়ন রুম, শৌচালয়, ক্রাইম সিনের ডিটেল মডেলিংয়ে 3D ম্যাপিং।
কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, বিজেপি বিধায়কের ছেলে গ্রেফতার। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায়-সহ ২জন গ্রেফতার। 'পার্টি অফিস থেকে বাইকে বাড়ি ফেরার সময় কালো গাড়িতে এসে হামলা'। গুলিবিদ্ধ কোচবিহারে তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে গ্রেফতার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির। নেতাকে গুলি, প্রতিবাদে পুন্ডিবাড়িতে তৃণমূলের অবরোধ-বিক্ষোভ।
হাইকোর্টের নির্দেশের পরও সকাল থেকে খোলা ইউনিয়ন রুম। আজব সাফাই মালদার চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের! 'তালা ছিল না, কিনতে দেরি হয়েছে, তাই খোলা ইউনিয়ন রুম', দাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাসের। পরে তড়িঘড়ি তালা এনে ইউনিয়ন রুমে তালা।
ভোট পরবর্তী সন্ত্রাস, সিবিআইয়ের মামলায় প্রথম সাজা। ভোটের সময় নাবালিকাকে ধর্ষণ, তৃণমূল নেতার যাবজ্জীবন। ৫জুন, ২০২১: মালদার মানিকচকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ। রাজনৈতিক প্রতিহিংসায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের। তৃণমূল নেতার যাবজ্জীবন জেল, অনাদায়ে আরও ৬ মাস জেল। ধর্ষণের অভিযোগে সিবিআই-তদন্ত, দোষী সাব্যস্ত রফিকুল ইসলাম। মালদার পকসো কোর্টে তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড।
আক্রান্তের বিরুদ্ধেই তৃণমূলনেত্রীর FIR, হাইকোর্টে প্রাক্তন সিপিএম নেতা। খড়গপুরে প্রাক্তন সিপিএম নেতাকে রাস্তায় ফেলে তৃণমূল নেত্রীর মার। পুলিশে অনাস্থা, হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত প্রাক্তন সিপিএম নেতা। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। 'আমাকে ও আমার স্ত্রীকে আসামীদের সঙ্গে বসিয়ে অভিযোগ লেখায় পুলিশ। অভিযুক্তদের এসি ঘরে বসিয়ে রেখেছিল পুলিশ'
পুলিশের উপর আস্থা হারিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি: অনিল দাস। রাস্তায় ফেলে অনিল দাসকে বেধড়ক মারধরে অভিযুক্ত খড়গপুরের তৃণমূল নেত্রী। আক্রান্তের বিরুদ্ধেই পাল্টা শ্লীলতাহানি, প্রতারণার অভিযোগ তৃণমূল নেত্রীর। তৃণমূলনেত্রীর অভিযোগ, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের।
West Bengal News: কলেজে কলেজে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট
বৃহস্পতিবারই, কলেজে কলেজে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের সঠিক বাস্তবায়ন হচ্ছে তো? শুক্রবার, কলকাতা জুড়ে একাধিক মেডিক্যাল কলেজ ঘুরে দেখল এবিপি আনন্দ। কোনও কলেজে ইউনিয়ন রুমকেই সরাসরি তৃণমূলের ছাত্র পরিষদের 'ইউনিট' বলে দাবি করছেন গুটিকয়েক পড়ুয়া। কোনও কলেজে আবার হঠাৎ খোঁজ মিলল হারিয়ে যাওয়া ইউনিয়ন রুমের। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
West Bengal News: নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন খুনে জড়িত থাকার অভিযোগে আব্দুল কাসেম শেখ নামে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ
নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুন খুনে জড়িত থাকার অভিযোগে আব্দুল কাসেম শেখ নামে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় বাসিন্দা এই ব্যক্তিও এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদাল। এই নিয়ে ১১ দিনে গ্রেফতারির সংখ্যা ১০। এখনও অধরা ১৪ অভিযুক্ত।






















