Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ABP Ananda Live: টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি, মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী। RSS-মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির মুখ্য়মন্ত্রীকে স্বাগত, হুঙ্কার বিধায়কের।
তৃণমূল এবং বিজেপির আঁতাঁতের অভিযোগ এতদিন শোনা যেত শুধুই সিপিএম এবং কংগ্রেসের মুখে। কিনতু, বৃহস্পতিবার সেই অভিযোগ একেবারে সরাসরি তুললেন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরই। কখনও মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন--- "আগামীদিনে RSS মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির কেউ মুখ্য়মন্ত্রী হোক, আমি স্বাগত জানাব।" কখনও আবার তিনি বললেন, "তলে তলে বিজেপির সঙ্গে যাদের আন্ডারস্ট্য়ান্ডিং, সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব।" অন্য়দিকে, আজ ফিরহাদ হাকিমও হুমায়ুন কবীরের সাসপেনশনের ঘোষণা করতে গিয়ে বলেন, "ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য় করার জন্য় আজকে এই কাজটা করার চেষ্টা করছে।" এই বাদানুবাদ শুনে সিপিএমের প্রশ্ন, তৃণমূল-বিজেপি আঁতাঁতের এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে!




















