Subhendu Adhikari: 'তাঁকে আমি কাউন্টারপার্ট বলে মনে করি না', নাম না করে অভিষেককে বার্তা শুভেন্দুর
Abhishek Banerjee: 'যাঁর আলোয় তিনি আলোকিত, তিনি প্রশ্রয় দিয়ে বিচ্ছু বানিয়েছেন।', সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
কলকাতা: 'যাঁর আলোয় তিনি আলোকিত, তিনি প্রশ্রয় দিয়ে বিচ্ছু বানিয়েছেন। তাঁকে আমি কাউন্টারপার্ট বলে মনে করি না', সেন্ট্রাল অ্যাভিনিউ (central avenue TMC All India General Secretary) থেকে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। মিড ডে মিল থেকে জব কার্ড, একের পর এক প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে তীব্র তুলোধোনা করলেন শুভেন্দু।
বিরোধী দলনেতার আক্রমণ...
শুভেন্দুর দাবি, 'মিড ডে মিলে ১০০ শতাংশ টাকা দেয় কেন্দ্র। বিডিওদের অ্যাকাউন্টে পড়ে থাকে। সেই টাকার সুদ হয়...'পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য কেন্দ্রের টাকা, তা দেওয়া হয় না।' এদিন জব কার্ডের প্রসঙ্গেও সুর চড়ান তিনি। বলেন, '১৭ লক্ষ জব কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আধারের সঙ্গে জব কার্ড কেন সংযোগ করেননি? এঁরা কি ভুয়ো?' এর পরেই গুরুতর অভিযোগ, 'কয়েক হাজার কোটি টাকা যে জব কার্ড থেকে তুলেছেন, সেটা কোথায় গেল?' তাঁর দাবি, কোনও দিন যোগ্য জব কার্ড প্রাপকদের টাকা আটকে রাখতে কেন্দ্রকে বলেননি। নাম না করে অভিষেককে তাঁর সাবধানবাণী, 'বয়সে বড় বলে বলছি, মাথা ঠান্ডা রেখে কথা বলুন।' তাঁর সঙ্গে বিনয় মিশ্রের যোগাযোগ নিয়ে অভিষেক যা বলেছেন, তারও জবাব দেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সাংসদের আক্রমণের পাল্টা দিতে ছাড়েননি তিনি।
কী বললেন অভিষেক?
রাজ্যে ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনায় দুর্নীতি, সব কিছু নিয়েই সরব বিজেপি। এই আবহেই আক্রমণকে পাল্টা হাতিয়ার হিসাবে বেছে নিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়! বিজেপি যখন তৃণমূলের গাায়ে দুনীতির কালি লাগাতে চাইছে, তখন বিজেপির গায়ে বাংলা প্রতি বঞ্চনাকারীর তকমা লাগিয়ে, পাল্টা কৌশল নিয়েছিলেন অভিষেক। তাঁর অভিযোগ, 'একমাত্র পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে ৬ হাজার কোটি আটকে রেখে দিয়েছে। সংসদেও বলেছি। কারণ গায়ের জোরে বাংলা দখল করতে পারেনি।' অভিষেকের আরও দাবি, 'বাংলা এদের প্রত্যাখ্যান করেছে। তাই বাংলার মানুষকে পেটে না মেরে ভাতে মারতে হবে। ...৩ লক্ষ ৬৭ হাজার লোক টাকা পাচ্ছে না, কিন্তু কেন্দ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তারা টাকা ছাড়ছে না।'
নোদাখালি থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন আক্রমণের পরই মুখ খোলেন শুভেন্দু।
আরও পড়ুন:অমর্ত্য সেনকে ধমকানো, চমকানোর চেষ্টা করলে নিজেরাই ইতিহাস হয়ে যাবে: অভিষেক