West Bengal News Live: বাংলায় ফের বাড়ল কোভিড সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু
Get the latest West Bengal News and Live Updates: পুজোর আগে এখনও স্বস্তি দিচ্ছে না রাজ্যের করোনা পরিসংখ্যান।
LIVE
Background
কলকাতা : তদন্ত শুরুর ৮দিনের মাথায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট। ভাটপাড়ায় বিজেপি কর্মী খুনের মামলায় ৪জনের বিরুদ্ধে চার্জশিট। জগদ্দলে শোভারানি মৃত্যু মামলায় ১ অভিযুক্ত গ্রেফতার। ফাঁসানোর দাবি ধৃতের।
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে ফের নন্দীগ্রামে সিবিআই। বিজেপি নেতা খুনে ঝাড়গ্রাম জেলে গিয়ে ২ বন্দিকে জেরা। তৃণমূলকর্মী খুনে কেন তদন্ত নয়? প্রশ্ন সুখেন্দুর। এত ভয় কীসের? পাল্টা দিলীপ।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে গঠিত সিটের নজরদারিতে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। শুধু সিট কেন, সিবিআই তদন্তেও নজরদারি চান ফিরহাদ। নিজের লোককে বসালে খুশি হতেন? পাল্টা দিলীপ।
রাজ্য পুলিশের ডিজি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের ধাক্কা। ইউপিএসসিকে বাদ দিয়ে নিয়োগের আবেদন শুনতেই চাইল না আদালত। আগেই একই আবেদন খারিজ। ফের কেন সময় নষ্ট? মন্তব্য বিচারপতির।
রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে যাওয়ার পরে বিক্ষোভের মুখে অধীর। গাড়ি ঘিরে কালো পতাকা। নেপথ্যে তৃণমূল, দাবি কংগ্রেসের। গ্রামবাসীদের প্রতিবাদ, পাল্টা তৃণমূল।
হাইকোর্টের কড়া নির্দেশের পরেই উপাচার্যের বাসভবনের গেটের তালা ভাঙল পুলিশ। ৫০ মিটার দূরে সরানো হল পড়ুয়াদের ধর্নামঞ্চ। এটা ছাত্র সংগঠন, কোনও ট্রেড ইউনিয়ন নয়, মন্তব্য ক্ষুব্ধ আদালতের।
প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদের সম্পত্তির খোঁজে কুবেরের ধনের হদিশ। ঘনিষ্ঠকে নিয়ে ব্যাঙ্কের লকারে হানা, ৩ কেজি সোনার বিস্কুট, গয়না উদ্ধার। নামে-বেনামে অসংখ্য জমি, অ্যাকাউন্টে প্রচুর টাকা পাওয়ার দাবি পুলিশের।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল প্রশ্নপত্র। হাইকোর্ট বলার পরেও ভুল না শোধরানোয় পর্ষদ সভাপতিকে প্রায় ৪ লক্ষ টাকা জরিমানা। দিতে হবে নিজের রোজগার থেকে। ভুল প্রশ্নের উত্তর দিলেই পুরো নম্বর দেওয়ার নির্দেশ।
হুগলিতে রোগীর শরীরে মিলল ডেল্টা প্লাসের হদিশ। উদ্বেগের কারণ নেই, জানালেন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যে করোনায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু। সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগনা।
রাত ৯টার বদলে এবার সোম থেকে শুক্র প্রান্তিক স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় ছাড়বে শেষ মেট্রো। সোমবার থেকে আরও ৭টি মেট্রোর রেক। শনি-রবিবার চলবে শুধুমাত্র স্টাফ স্পেশাল।
WB News Live Updates: মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের
রানিনগরে গাড়ি ঘিরে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের. ‘কংগ্রেস সমর্থকদের উপর তৃণমূলের হামলা। ঘটনাস্থলে যাওয়ার সময় বর্বরতার শিকার আমিও’, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অধীরের। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন প্রদেশ কংগ্রেস সভাপতির।
West Bengal News Live Updates: ভ্যাকসিন বিক্রির অভিযোগ, বিএমওএইচকে সাসপেন্ডের সিদ্ধান্ত
ভ্যাকসিন বিক্রির অভিযোগ, বিএমওএইচকে সাসপেন্ডের সিদ্ধান্ত। অভিযুক্ত বিএমওএইচের বিরুদ্ধে এফআইআর: স্বাস্থ্য অধিকর্তা। ছোট জাগুলিয়া গ্রামীণ হাসপাতালে করোনার টিকা বিক্রির অভিযোগ।
ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ভ্যাকসিন বিক্রির অভিযোগ। ‘অভিযুক্ত বিএমওএইচ-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ , জানালেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
West Bengal News Live Updates: করোনাকালে একাধিক নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন
করোনাকালে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে ভোট ঘোষণা। সংক্রমণের কথা মাথায় রেখে, একাধিক নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। জোর দেওয়া হয়েছে, কোভিড বিধি মানার উপর।
WB News Live Updates: ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ
জয়ী প্রার্থী পদত্যাগ করায়, উপনির্বাচন হওয়ার কথা নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায়। কিন্তু, ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের একাংশ। তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
WB News Live Updates: বাকি ৪টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হল না কেন?
৩০ সেপ্টেম্বর শুধু ভবানীপুরেই উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু, বাকি ৪টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হল না কেন? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই ইস্যুতে বামেরা তৃণমূল ও বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে। পাল্টা বিরোধীদের কড়া সমালোচনা করেছে তৃণমূল।