Lok Sabha Election: লোকসভা ভোটের আগে প্রথমবার কলকাতায় এল কেন্দ্রীয় বাহিনী, শুরু রুটমার্চ
Lok Sabha Election 2024: সার্ভে পার্কের সিংহবাড়ি এলাকায় রুটমার্চ করছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা।
কলকাতা: চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে প্রথমবার কলকাতায় (Kolkata) এল কেন্দ্রীয় বাহিনী (Central Force)। শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কসবা, পর্ণশ্রী, গার্ডেনরিচ, সার্ভে পার্ক, পূর্ব যাদবপুর, নিউ মার্কেট, বড়তলা, কলকাতা লেদার কমপ্লেক্স ও ভাঙড় থানা এলাকায় ইতিমধ্যেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। সার্ভে পার্কের সিংহবাড়ি এলাকায় রুটমার্চ করছেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা।
জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহল
জলপাইগুড়ি- আজ থেকেই জলপাইগুড়িতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সকাল থেকে জেলার সদর ব্লক-সহ বিভিন্ন জায়গায় কোতয়ালি থানার IC-র নেতৃত্বে রুটমার্চ চলছে। ভোটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে, গতবার তাঁরা ঠিকঠাক ভোট দিতে পেরেছেন কিনা। পাশাপাশি, নির্বিঘ্নে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জলপাইগুড়িতে আপাতত এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।
বর্ধমান- সকাল থেকে বর্ধমান শহরে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। দেওয়ানদিঘি ও শক্তিগড় থানা এলাকাতেও তারা রুটমার্চ করে। নেতৃত্বে ছিল রাজ্য পুলিশ। গতকালই পূর্ব বর্ধমানে এসে পৌঁছেছে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে এক কোম্পানি রয়েছে বর্ধমানে, আরেক কোম্পানিকে কাটোয়ায় রাখা হয়েছে। ২০২১-র বিধানসভা ভোটে যে সমস্ত রাজনৈতিক কর্মী, সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের বাড়িতেও যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
বাঁকুড়া- বাঁকুড়াতে এসে পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে বাঁকুড়া সদর থানা এলাকার কালজুড়ি গ্রামে রুটমার্চ করেন জওয়ানরা। নির্বিঘ্নে ভোট দেওয়া যাবে বলে সাধারণ মানুষকে আশ্বাস দেয় কেন্দ্রীয় বাহিনী।
মালদা- মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। গতকালই জেলায় পৌঁছেছে এক কোম্পানি CISF। এদের রাখা হয়েছে কালিয়াচক পলিটেকনিক কলেজে। আজ সকালে কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গঙ্গাপ্রসাদ ও মোথাবাড়ি এলাকায় রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
শিলিগুড়ি- শিলিগুড়ি শহরের বেশ কিছু জায়গায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে