West Bengal News Live: সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় ISF-এর কর্মসূচিতে ধুন্ধুমার
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
লক্ষ্য অপরাধমুক্ত রাজনীতি, আজ সংবিধান সংশোধনী বিল পেশ। ৩০দিনের বেশি হেফাজতে থাকলেই সরানো যাবে পদ থেকে। আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী।
৫ বছরের সাজা হলেই যাবে মন্ত্রিত্ব। সংবিধান সংশোধনী বিল পেশের পিছনে এজেন্সি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতারির চক্রান্ত দেখছে কংগ্রেস।
২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের রিভিউ পিটিশনও সুপ্রিম কোর্টে খারিজ। নতুন করে শুনানির প্রয়োজন নেই, জানিয়ে দিলেন বিচারপতিরা।
নিয়োগে দুর্নীতি, ধামাচাপায় পুরো প্রক্রিয়াকে জটিল করেছে প্রশাসন। ওএমআর সংরক্ষণও করেনি এসএসসি। রিভিউ পিটিশন খারিজ করে বলল সুপ্রিম কোর্ট।
একসঙ্গে সবার চাকরি বাতিল, চিহ্নিত যোগ্যদের ক্ষোভের কারণ স্বাভাবিক। নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখতে আর উপায় ছিল না। বলল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ, দুর্নীতির জন্য দায় নিতে হবে সরকারকেই। বলছেন চাকরিহারারা।
আটকে রেজাল্ট, অনিশ্চিত চাকরি, বন্ধ নিয়োগ। একের পর এক দাবিতে মিছিলে উত্তাল সল্টলেক। করুণাময়ীতে টেট উত্তীর্ণদের মিছিল আটকে পুলিশি ধরপাকড়।
৮ বছর ধরে বঞ্চিত, আর কবে চাকরি? দ্রুত নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী। টেনে হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ।
প্রায় ৩ মাস পার, এখনও অধরা জয়েন্টের রেজাল্ট, কলেজে ভর্তিও বন্ধ। এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম।
রাজ্যের শিক্ষাঙ্গনে চূড়ান্ত অনিশ্চয়তা। মেডিক্যালে আচমকা ভর্তির প্রক্রিয়াও বন্ধ। প্রতিবাদে স্বাস্থ্য ভবনে ডিএসও। বেসকারিকরণের চক্রান্তের অভিযোগ শুভেন্দুর।
আর জি করকাণ্ডের বছর ঘুরতেই পুরনো মামলায় আন্দোলনকারী চিকিৎসকদের পুলিশের সমন। থানায় ৩জনের হাজিরা। প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভ।
CBI-এর মূল মামলায় অধরা চূড়ান্ত চার্জশিট। সারদা কেলেঙ্কারিতে কলকাতা পুলিশের তিন মামলায় এবার বেকসুর খালাস সুদীপ্ত-দেবযানী!
বাবার লাইসেন্সহীন পিস্তল এনে শিক্ষককে সবক শেখানোর চেষ্টা দশম শ্রেণির ছাত্রের। হাতেনাতে পাকড়াও। হইচই শুরু হতেই বাবা তৃণমূলকর্মী উধাও!
শিক্ষকের শাসন, বদলা নিতে বাড়ি থেকে গুলি ভরা পিস্তল, ছুরি এনে গোপীবল্লভপুরের স্কুলে তৃণমূলকর্মীর পুত্রের তাণ্ডব। না পেয়ে বাড়িতেও চড়াও!
মালদার মোথাবাড়িতে বনধুর হাতেই গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র! বুকে গুলি। আনা হল এসএসকেএমে। আক্রান্ত, অভিযুক্ত-দুজনই তৃণমূলের, মানছে নেতৃত্ব।
খেজুরির ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে ২ হাসপাতালের ২ ময়নাতদন্ত রিপোর্ট! বদলে গেছে তদন্তের গতিপথ, এখন তো খুনের ধারায় মামলা হবে, বললেন বিচারপতি।
২০১৮-র কাকদ্বীপের পর ২০২৫-এ খেজুরি। পুলিশের ভূমিকায় ফের প্রশ্ন। পরিবর্তন হোক তদন্তকারী সংস্থায়, নিযুক্ত করুন উচ্চপদস্থ কর্তাদের, বললেন ক্ষুব্ধ বিচারপতি।
খেজুরিকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে বিরক্ত বিচারপতি। প্রশ্নের মুখে চিকিৎসক থেকে তদন্তকারীর ভূমিকা। প্রয়োজনে পদক্ষেপের ইঙ্গিত। আজ ফের শুনানি।
সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। নন্দীগ্রামের বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা শুভেন্দুর। আত্মহত্যা বলছে এইমসের ময়নাতদন্ত, এবার ক্ষমা চাওয়া উচিত, কটাক্ষ কুণালের।
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে নন্দীগ্রাম। আলাদা করে বৈঠক।এলাকায় জোড়া বিজেপি সাংসদ, তাও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আন্দোলনের নির্দেশ।
অভিষেকের হুঁশিয়ারিই সার, আরও বেলাগাম মালদার জেলা সভাপতি। এবার বিজেপির চোখ উপড়ে নেওয়ার হুমকি।
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সম্মুখ সমরে শাসক-বিরোধী। ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি। বিপক্ষে এনডিএ-র রাধাকৃষ্ণণ।
নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে এককাট্টা বিরোধীরা। জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে 'ভোট চোর' বলে আক্রমণ। বিহার দেখে তৃণমূলের ভয়, খোঁচা বিজেপির।
ভোটার অধিকার যাত্রায় গয়ায় রাহুল গান্ধীকে গেরুয়া পতাকা দেখিয়ে বিজেপির বিক্ষোভ। জবাবে ফ্লাইং কিস!
তৃণমূল নেতার দাদা, বৌদি, ভাইপো মৃত, তবু ভোটার তালিকায় নাম! ভোট পড়েছে পুরভোটেও! সবাইকে জানানোর পরেই কাটা হয়নি নাম, বিতর্কের মুখে দাবি নেতার।
পর্যাপ্ত কাজ, উপযুক্ত পারিশ্রমিকের অভাবেই ভিন রাজ্যে যাচ্ছেন বাংলার শ্রমিকরা। মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার পরেই কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল।
স্মার্ট ক্লাসের পর এবার রক্তদান শিবির নিয়েও হুগলিতে সাংসদ-বিধায়কের সংঘাত! (বাইট-রচনা...কেউ না এলে কাজ বন্ধ হবে না। অসিত...অনেকের ইতিহাস জানা নেই। )
প্রেমিকার স্বামীর উপরে হামলার আগে অসাবধানে ব্যাগেই বিস্ফোরণ? মধ্যমগ্রামে উত্তরপ্রদেশের যুবকের মৃত্যুতে এখনও রহস্য। বয়ানের সূত্রে দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ।
রাতভর তল্লাশির পরে আনন্দপুরের নোনাডাঙার খালে মিলল তরুণ-তরুণীর দেহ। স্কুটি চালানো শিখতে গিয়ে বচসা। তারপরেই জলে ঝাঁপানোর শব্দ, দাবি স্থানীয়দের।
ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। সিনেমার টোপে কসবায় উঠতি মডেলের উপর অত্যাচারের অভিযোগ। পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে নালিশ। তদন্তে পুলিশ।
মুর্শিদাবাদের সাগরদিঘিতে বাড়িতে আগুন, রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ। ১০জন আহত। একজন অবস্থা সঙ্কটজনক। পুরো বাড়ি পুড়ে ছাই।
এবার নদিয়ার চাকদায় ভর সন্ধেয় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় দুষ্কৃতী হামলা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়না, টাকা লুঠের অভিযোগ। তারপরেই উধাও।
গোয়ায় মাদক চক্রে বাংলা যোগ? বারুইপুরের ২ ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। পাচারের টাকা অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। ৮ রাজ্যে একযোগে তল্লাশি।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই মাইশোর কলোনি স্টেশনে আটকে গেল মোনো রেল। যাত্রীদের নামাতে হল ক্রেন, দমকলের ল্যাডার দিয়ে।
West Bengal News Live: সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় ISF-এর কর্মসূচিতে ধুন্ধুমার
সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় ISF-এর কর্মসূচিতে ধুন্ধুমার। ধস্তাধস্তি, পুলিশের ধরপাকড়।
WB News Live Updates: সংবিধানের ১৩০ তম সংশোধনীর কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সংবিধানের ১৩০ তম সংশোধনীর কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এটা সুপার-এমার্জেন্সির নামান্তর, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
'ভারত থেকে গণতান্ত্রিক ব্যবস্থা চিরতরে শেষ করতে এই পদক্ষেপ'
'বিচারব্যবস্থার স্বাধীনতা শেষ করতে এই বিল আনা হয়েছে'
'ভারতীয় গণতন্ত্রের উপর এটা হিটলারের মতো আক্রমণ'






















