Mamata On London: কলকাতার সঙ্গে সরাসরি লন্ডন বিমান পরিষেবা ? ব্রিটেন থেকে লগ্নির আহ্বান এবার মুখ্যমন্ত্রীর
Mamata On British Industrialist: ব্রিটিশ শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রীর

কলকাতা: লন্ডনে গিয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর । কলকাতার সঙ্গে সরাসরি লন্ডন বিমান পরিষেবা চালুর আবেদন মুখ্যমন্ত্রীর । দেউচা-পাচামির প্রসঙ্গ টেনে ব্রিটেন থেকে লগ্নির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্রিটিশ শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন ' কলকাতা নিরাপদ শহর, তাই এখানে থাকতে সবাই খুব ভালবাসে। আমাদের সময়ে কোনও কর্মদিবস নষ্ট হয় না, আগের জমানায় হত। আগে বিদ্যুতের সমস্যা ছিল কিন্তু এখন আর এসব নেই। বাংলায় ৪৬ শতাংশ বেকারত্ব কমেছে। দেউচা পাচামিতে প্রচুর কর্মসংস্থান হবে, দেউচা-পাচামি হলে আগামী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না। পশ্চিমবঙ্গে ৬টি ইকোনমিক করিডর হবে। বাংলায় ২ হাজার ৮০০ তথ্য প্রযুক্তি কোম্পানি রয়েছে।', ব্রিটিশ শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রীর। বাংলায় সবার ধর্ম প্রকাশের স্বাধীনতা আছে, লন্ডনে গিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর।
'ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা শীর্ষে'
ব্রিটেনের মাটিতে দাঁড়িয়েও পূর্বতন বাম সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের জন্য বাংলা তার গরিমা হারিয়েছে। এই জমানায় সেই গরিমা পুনরুদ্ধার করা হয়েছে। পর্যটন শিল্পে এগিয়ে বাংলা। ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা শীর্ষে। শিল্প বৈঠকে কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য ব্রিটিশ এয়ারওয়েজের কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। জ্বালানির ওপর কর মকুবেরও প্রস্তাবও রাখেন মুখ্যমন্ত্রী।
'ব্রিটিশ এয়ারওয়েজের কাছে অনুরোধ..'
তিনি আরও বলেন, 'ব্রিটিশ এয়ারওয়েজের কাছে অনুরোধ , তারা যেন কলকাতা থেকে লন্ডন বিমান চালু করেন। এই রুটের বিমানের সব আসনই ভর্তি থাকে। বানিজ্যিক ভাবেও আপনারা লাভবান হবেন।'শিল্প বৈঠকে সর্বধর্ম সমন্বয় নিয়েও মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে সব ধর্ম, বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করেন। আমরা বৈচিত্রের মধ্যে ঐক্যের আদর্শে বিশ্বাসী। আমরা সব ধর্মের অনুষ্ঠান একসঙ্গে উদযাপন করি।'
আরও পড়ুন, পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার SFI নেতা ! 'সার্টিফিকেটের জন্য ঘোরাচ্ছিল..'
বাংলায় বিনিয়োগের আহ্বান
মঙ্গলবার সন্ধেয়, লন্ডনের একটি হোটেলে শিল্প-বৈঠকের আয়োজন করা হয়। ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রথম সারির অনেক শিল্পপতিও।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















