LPG Price Hike: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামে লম্বা লাফ, কলকাতায় কোনটার কত দাম
Know Latest Price In Kolkata : উত্তর প্রদেশ-সহ ৪ রাজ্যে বিপুল জয় পায় বিজেপি। সেদিনই বিজয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছিল, যে এবার দাম বাড়তে পারে!
কলকাতা : ৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।
কলকাতায় কত দাম
এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম হল ৯৭৬ টাকা! কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১০৫ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ৯০ টাকা ৬২ পয়সা।
পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের পর আরও একটা দিকে গোটা দেশের নজর ছিল। কারণ, ফল ঘোষণার পরই দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে বলে জল্পনা ক্রমশ জোরাল হয়। তার সঙ্গে যুক্ত হয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও গ্যাস সরবরাহকারী দেশ।
ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম
আশঙ্কা সত্যি করে ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম। ভোটের ফল ঘোষণার আগেই, ৫ মার্চ, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ট্যুইট করে বলেছিলেন, ফটাফট পেট্রোল ট্যাঙ্ক ভর্তি করে নিন। মোদি সরকারের ভোট অফার শেষ হতে চলেছে।
এরপর উত্তর প্রদেশ-সহ ৪ রাজ্যে বিপুল জয় পায় বিজেপি। সেদিনই বিজয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছিল, যে এবার দাম বাড়তে পারে! বলেছিলেন, ' ভারত বাইরে থেকে যে কাঁচা তেল আমদানি করে, পাম অয়েল আমদানি করে, সানফ্লাওয়ার তেল আমদানি করে, তার দামও আন্তর্জাতিক বাজারে প্রচণ্ড গতিতে বাড়ছে ... যুদ্ধের কারণে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধির সমস্যা বাড়ছে '
গ্যাস, পেট্রোল, ডিজেল, সবকিছুর দাম বাড়ার পর মধ্যবিত্তের মাথায় হাত। তাঁদের কথাতেই ধরা পড়ল সেই হতাশা। কেউ বলছেন, ' পাঁচ রাজ্যে ভোটের ফল বেরিয়ে গিয়েছে, এখন এক লাফে দাম বেড়ে গেল, আর কী কী হয় কে জানে !' কেউ কেউ বলছেন, ' এভাবে রান্নার গ্যাসের দাম বাড়লে, গ্যাসে রান্না করব কীভাবে' !
সাড়ে চার মাস পর দাম বাড়ল তেলের। প্রায় হাজার ছুঁতে চলল অপরিহার্য রান্নার গ্যাসের দাম।