Madan Mitra: 'আগামী পঞ্চায়েতে ব্যান্ডেজ খুব কাজে লাগবে', ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
Madan Mitra Comments: মদনের কথায়, শুভেন্দু অকথ্য, নোংরা কথা বলছে, তাতে তো মানুষ যে কোনও সময় আক্রান্ত হতে পারে।"
সমীরণ পাল, কামারহাটি: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দিনক্ষণও এখনও ঘোষণা হয়নি, তাঁর আগেই কুকথার ঝড় রাজনৈতিক মহলে। এবার ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)। তাঁর নিশানায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুক্রবার কামারহাটি (Kamarhati) থেকেই রীতিমতো দাওয়াই বাতলালেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। শুভেন্দু অধিকারীকে নিশানা করেই মদন মিত্র বলেন, "আগামী পঞ্চায়েতে ব্যান্ডেজ খুব কাজে লাগবে। বিরোধী দলনেতার অকথ্য ভাষায় মানুষ আক্রান্ত হতে পারে। তাই আমরা মেডিক্যাল ক্যাম্পে স্টেথোস্কোপ, ব্যান্ডেজের ব্যবস্থা রাখছি'।
মদনের কথায়, "তৃণমূল কতটা কমিটেড। কবে পঞ্চায়েত, এখন থেকে দেখ, মেডিক্যালের ক্যাম্প করে ফেলেছে। কারণ, যেভাবে বিজেপি নোংরামি করছে, যা অসভ্যতা করছে, যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অকথ্য, নোংরা কথা বলছে, তাতে তো মানুষ যে কোনও সময় আক্রান্ত হতে পারে। আমরা আমাদের প্রত্যেকটা ক্যাম্পে এভাবে পুরো ব্যান্ডেজ থেকে শুরু করে, আমার এখানে ডাক্তাররাও রয়েছে।"
আরও পড়ুন, চিনে আন্দোলন থামাতেই রটানো হচ্ছে করোনার খবর? আশঙ্কা প্রকাশ চিকিৎসকদের!
কামারহাটির বিধায়ক এও বলেন, "আমরা কাউকে ট্যাকল করতে যাওয়ার আগে ওর প্রেশারটা আমরা মেপে নিচ্ছি। ব্যান্ডেজ রয়েছে, তুলো রয়েছে। ব্যান্ডেজটা খুব কাজে লাগবে। ব্যান্ডেজটা অনেকসময় কেটে গেলেও লাগে। আবার না কাটলেও ব্যান্ডেজ দিয়ে চলে গেলে খুব ভাল হয়। অনেক কাজে লাগে। পঞ্চায়েত তো শুরু হয়ে গেল না।"
এদিকে, মদনের এই মন্তব্যর পাল্টা দিয়েছে বিজেপিও। তৃণমূলের কু-কথার রাজনীতির জবাব ভোটবাক্সে মিলবে, সাফ প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিন্হা।