Maheshtala Accident: নাতিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু দাদুর
Road Accident: প্রতিদিনের মতো সোমবার দুপুরেও নাতিকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন দাদু। কিন্তু আর ফেরা হল না। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদুর।
কলকাতা: নাতিকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনা (Maheshtala Accident), মৃত্যু দাদুর। মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে সাইকেলে ধাক্কা লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের, আহত স্কুল পড়ুয়া। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
ফের দুর্ঘটনায় মৃত্যু: প্রতিদিনের মতো সোমবার দুপুরেও নাতিকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন দাদু। কিন্তু আর ফেরা হল না। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদুর। ঘটনাটি মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে। এদিন সাইকেলে নাতিকে নিয়ে ফিরছিলেন দাদু। হঠাৎই সাইকেলে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের। আহত হয়েছে স্কুল পড়ুয়া। ইতিমধ্যেই ওই লরিকে আটক করেছে পুলিশ।
চলতি মাসেই একের পর এক দুর্ঘটনায় মৃত্যু:
গতকাল মেটিয়াবুরুজে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পিলখানা রোডে দেহ নিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে আহত হন দুই পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। তিনজনকে গ্রেফতার করা হয়।
চলতি মাসেই মুকুটমণিপুর থেকে পিকনিক করে ফেরার পথে, বাঁকুড়ার বিষ্ণুপুরে গাড়ির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গাড়ি চালকের মৃত্য হয়েছিল। আহত হন গাড়ির দুই যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে গিয়েছিল ডিম বোঝাই ম্যাটাডোর। গাড়িটিও দুমড়ে-মুচড়ে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, মেদিনীপুর থেকে গাড়ি করে এসেছিল ৬ জনের একটি দল। বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড় ঘুরে, মুকুটমণিপুরে পিকনিক সেরে ফেরার সময়, রাত ৯টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকাদহ চেকপোস্টের কাছে দুর্ঘটনা ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।