Malaria Outbreak: একা ডেঙ্গিতে রক্ষা নেই, ম্যালেরিয়াও দোসর! ২ মাসে আক্রান্ত ৩ গুণের বেশি
West Bengal Dengue: রাজ্যে ডেঙ্গির দাপটের মধ্যেই ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি।
সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে (west bengal) ডেঙ্গির (dengue) দাপটের মধ্যেই ম্যালেরিয়ার (malaria) বাড়বাড়ন্ত। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শেষ দু’ মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে তিনগুণেরও বেশি।
কী পরিস্থিতি?
রাজ্যের তথ্য অনুযায়ী, স্রেফ গত দু’ মাসেই রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৪৪ জন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮১২ জন। যা দেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০২। মৃত্যু হয়েছে একজনের। এক দিকে ডেঙ্গির সংক্রমণচিত্রে ভয় পাচ্ছেন বিশেষজ্ঞদের অনেকে। তার মধ্যে আবার ম্যালেরিয়ার চোখরাঙানি। চিকিত্সকদের কেউ কেউ জানাচ্ছেন বলছেন, একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। কমবয়সী ও মহিলাদের মধ্যে বাড়ছে ডেঙ্গির প্রবণতা। তবে এর মধ্যে নতুন একটি অভিযোগ ঘিরে টানাপড়েনের সিঁদুরে মেঘ দেখছেন কেউ কেউ। অভিযোগস, ম্যালেরিয়া সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠানো হলেও চলতি বছরের এপ্রিলের পর থেকে ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়নি। এপ্রিলে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৩৯। সূত্রের খবর, বর্তমানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজার। অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যা দেশের মধ্যে সর্বোচ্চ।
ডেঙ্গি-চিত্র...
রাজ্যে ভয়ঙ্কর হারে বাড়ছে ডেঙ্গি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত কালই কলকাতা পুলিশের এক আধিকারিকের মৃত্যুর খবর ঘিরে হইচই পড়ে যায়। মৃত উৎপল নস্কর ছিলেন কলকাতা পুলিশের ASI পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে CMRI হাসপাতালে ভর্তি ছিলেন পঞ্চাশোর্ধ পুলিশ কর্মী। শনিবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিকে পুলিশ বাহিনীর আরও কয়েকজন কর্মী ডেঙ্গি আক্রান্ত বলে পুলিশ সূত্রে খবর। শুধুমাত্র ডেঙ্গি আক্রান্তই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে জগদ্দলের বাসিন্দা এক ব্যক্তির। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বেশ কিছু জায়গায় মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি। তার মধ্যে, শীর্ষে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৭৪৫ জন। ব্যারাকপুর পুরসভায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩৬। শ্রীরামপুর পুরসভায় ৪৪০ জন।বেলেঘাটা আইডি চিকিৎসক কৌশিক চৌধুরী বলেন, "ডেঙ্গি এখনও চলবে। বৃষ্টি না হলে, শীত এলে কমবে। এখন যাঁরা আক্রান্ত, তাঁদের কমবয়সি ও মহিলা।" উল্লেখ্য,শুক্রবারই স্বাস্থ্য ভবনে ডেঙ্গি পরিস্থতি নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। এদিকে, ডেঙ্গি নিয়ে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না, এই অভিযোগে ওই দিন শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দেওয়া হয় স্মারকলিপি।
এবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে ম্যালেরিয়াও।
আরও পড়ুন:অকারণে হেনস্থা, সম্মানহানি, গণতন্ত্রকে রক্ষা করুন’, প্রধান বিচারপতির সামনে বললেন মমতা